Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’

চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয়। সবসময় রিপোর্ট আসে। এখন প্রশ্ন হলো, কীভাবে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়? কোনো চাঁদাবাজই দেশে থাকতে পারবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনারা যদি কারও চাঁদাবাজির তথ্য পান, আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজ নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কাজ হলো চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।

এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এ বিষয়ে আমি এখানে কিছু বলব না।

মাদক নির্মূল প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের অনুরোধ করব—মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে, যদি আপনারা সচেতন না হন। আমরা এখন খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে ছবি তুলতে যাই, কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি খারাপ কিছু ঘটে, তা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা প্রতিকার করবেন।

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।

উপদেষ্টা আরও বলেন, একসময় পাটের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু বর্তমানে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। পাটের ব্যাগ ব্যবহারের প্রচলন বাড়লে কৃষকরা লাভবান হবেন, পরিবেশ সুরক্ষিত হবে এবং স্বাস্থ্যসম্মত বিকল্প তৈরি হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’

চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয়। সবসময় রিপোর্ট আসে। এখন প্রশ্ন হলো, কীভাবে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়? কোনো চাঁদাবাজই দেশে থাকতে পারবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনারা যদি কারও চাঁদাবাজির তথ্য পান, আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজ নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কাজ হলো চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।

এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এ বিষয়ে আমি এখানে কিছু বলব না।

মাদক নির্মূল প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের অনুরোধ করব—মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে, যদি আপনারা সচেতন না হন। আমরা এখন খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে ছবি তুলতে যাই, কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি খারাপ কিছু ঘটে, তা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা প্রতিকার করবেন।

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।

উপদেষ্টা আরও বলেন, একসময় পাটের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু বর্তমানে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। পাটের ব্যাগ ব্যবহারের প্রচলন বাড়লে কৃষকরা লাভবান হবেন, পরিবেশ সুরক্ষিত হবে এবং স্বাস্থ্যসম্মত বিকল্প তৈরি হবে।