Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল-শিবিরের রেষারেষি কোনোভাবেই কাম্য নয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের করা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে, আমরা ছাত্রদিলে মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবীও পেয়েছেন। ছাত্র শিবির কে ত অনেকে গুপ্ত শিবিরও বলে। এর অনেক প্রমাণ, নামের তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন বলেন?

জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন, জামায়াত এমন কথা বলেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন, তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পিছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি।

তিনি বলেন, জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছেন, যারা একদিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে, মেয়ে, স্ত্রী পরিবারের ভাত হবে না। তাদের আত্মদান কে এত ছোট করে দেখছেন কেন? সেইটার জন্য ত কর্তব্য ছিলো বেশি। যে রিকশাচাল্ক, ভ্যানচালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে ত আসতে দেখলাম না। ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপিকে নানা ধরণের অভিযোগের মধ্যে আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি।

তিনি বলেন, আমাদের দেশে অনেক সাংস্কৃতিক অঙ্গ আছে, বৈশিষ্ট্য আছে, এটাকেও মুছে ফেলা যাবে না। কেন চট্টগ্রামে বসন্তবরণকে নিষিদ্ধ করা যাবে না। আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও মুছে ফেলা যাবে না যেটা এখন কেউ কেউ চেষ্টা করছে। বসন্তবরণ হতে দিবে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দিবে না, এটা চলবে না। এটা নানাভাবে চেষ্টা করা হচ্ছে তবে হয়নি।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ছাত্রদল-শিবিরের রেষারেষি কোনোভাবেই কাম্য নয় : রিজভী

প্রকাশের সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের করা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে, আমরা ছাত্রদিলে মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবীও পেয়েছেন। ছাত্র শিবির কে ত অনেকে গুপ্ত শিবিরও বলে। এর অনেক প্রমাণ, নামের তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন বলেন?

জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন, জামায়াত এমন কথা বলেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন, তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পিছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি।

তিনি বলেন, জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছেন, যারা একদিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে, মেয়ে, স্ত্রী পরিবারের ভাত হবে না। তাদের আত্মদান কে এত ছোট করে দেখছেন কেন? সেইটার জন্য ত কর্তব্য ছিলো বেশি। যে রিকশাচাল্ক, ভ্যানচালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে ত আসতে দেখলাম না। ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপিকে নানা ধরণের অভিযোগের মধ্যে আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি।

তিনি বলেন, আমাদের দেশে অনেক সাংস্কৃতিক অঙ্গ আছে, বৈশিষ্ট্য আছে, এটাকেও মুছে ফেলা যাবে না। কেন চট্টগ্রামে বসন্তবরণকে নিষিদ্ধ করা যাবে না। আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও মুছে ফেলা যাবে না যেটা এখন কেউ কেউ চেষ্টা করছে। বসন্তবরণ হতে দিবে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দিবে না, এটা চলবে না। এটা নানাভাবে চেষ্টা করা হচ্ছে তবে হয়নি।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।