Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীন মৈত্রী সেতুতে ‘মোটরসাইকেলের টোল চাওয়ায়’ হামলা-ভাঙচুর, আহত ৩

মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে’ টোল চাওয়ায় টোলপ্লাজার অফিসের কর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।

আহতরা হলেন- টোলপ্লাজার কর্মী শাহজহান ব্যাপারী, মো. ইউসুফ ও রিপন গৌরা।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার হন কয়েকজন যুবক। সেতুর টোল আদায়কারী কর্মীরা তাদের কাছে টোল চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এতে তিনজন কর্মী আহত হন।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল কার্যালয়ের হিসাব কর্মকর্তা এনামুল হক বলেন, পুরো ঘটনাটি আমাদের সিসি টিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। আমরা থানায় জানিয়েছি। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

চীন মৈত্রী সেতুতে ‘মোটরসাইকেলের টোল চাওয়ায়’ হামলা-ভাঙচুর, আহত ৩

প্রকাশের সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে’ টোল চাওয়ায় টোলপ্লাজার অফিসের কর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।

আহতরা হলেন- টোলপ্লাজার কর্মী শাহজহান ব্যাপারী, মো. ইউসুফ ও রিপন গৌরা।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার হন কয়েকজন যুবক। সেতুর টোল আদায়কারী কর্মীরা তাদের কাছে টোল চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এতে তিনজন কর্মী আহত হন।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল কার্যালয়ের হিসাব কর্মকর্তা এনামুল হক বলেন, পুরো ঘটনাটি আমাদের সিসি টিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। আমরা থানায় জানিয়েছি। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।