Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাল ব্যবসায়ীর কাছে কম দামে ডলার বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩

সাভার উপজেলা প্রতিনিধি : 

সাভারের আশুলিয়ায় এক চাল ব্যবসায়ীর কাছে জাল ডলার বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জাল ৫ ও ১০ ডলারের মোট ১১টি বান্ডেল জব্দ করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৫৫), মজিবর রহমান (৩৫) ও সানোয়ার হোসেন (৪০)। তাঁদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায়। তাঁরা আশুলিয়ার কলতাসূতি এলাকায় ভাড়া থাকতেন। তাঁদের কাছ থেকে ৫ ও ১০ ডলারের মোট ১১টি বান্ডেল জব্দ করা হয়। কিছু বান্ডেলে ওপরে ও নিচে জাল ডলার দিয়ে মাঝে সাদা কাগজও দিয়ে রেখেছিলেন।

ওই চাল ব্যবসায়ী খোরশেদ আলম ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা। শ্রীপুরে সিকদার এন্টারপ্রাইজ নামে চালের দোকানের মালিক তিনি।

খোরশেদ আলম জানান, তার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাল কেনার সূত্রে মোহাম্মদ আলীর সঙ্গে পরিচয়। পরে চাল ব্যবসায়ীর কাছে কম দামে ডলার বিক্রির প্রস্তাব দেন আলী। সন্দেহ হলে আগেই পুলিশকে জানিয়ে রাখেন সেই ব্যবসায়ী। পরে বিক্রির উদ্দেশ্যে ডলারগুলো দেখানোর জন্য নিয়ে এলে জাল ডলারসহ হাতেনাতে আটক করা হয় চক্রের তিন সদস্যকে। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জাল আমেরিকান ডলারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আর কেউ জড়িত কি না এসব বিষয়ও খুঁজে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

চাল ব্যবসায়ীর কাছে কম দামে ডলার বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৩:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

সাভার উপজেলা প্রতিনিধি : 

সাভারের আশুলিয়ায় এক চাল ব্যবসায়ীর কাছে জাল ডলার বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জাল ৫ ও ১০ ডলারের মোট ১১টি বান্ডেল জব্দ করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৫৫), মজিবর রহমান (৩৫) ও সানোয়ার হোসেন (৪০)। তাঁদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায়। তাঁরা আশুলিয়ার কলতাসূতি এলাকায় ভাড়া থাকতেন। তাঁদের কাছ থেকে ৫ ও ১০ ডলারের মোট ১১টি বান্ডেল জব্দ করা হয়। কিছু বান্ডেলে ওপরে ও নিচে জাল ডলার দিয়ে মাঝে সাদা কাগজও দিয়ে রেখেছিলেন।

ওই চাল ব্যবসায়ী খোরশেদ আলম ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা। শ্রীপুরে সিকদার এন্টারপ্রাইজ নামে চালের দোকানের মালিক তিনি।

খোরশেদ আলম জানান, তার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাল কেনার সূত্রে মোহাম্মদ আলীর সঙ্গে পরিচয়। পরে চাল ব্যবসায়ীর কাছে কম দামে ডলার বিক্রির প্রস্তাব দেন আলী। সন্দেহ হলে আগেই পুলিশকে জানিয়ে রাখেন সেই ব্যবসায়ী। পরে বিক্রির উদ্দেশ্যে ডলারগুলো দেখানোর জন্য নিয়ে এলে জাল ডলারসহ হাতেনাতে আটক করা হয় চক্রের তিন সদস্যকে। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জাল আমেরিকান ডলারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আর কেউ জড়িত কি না এসব বিষয়ও খুঁজে দেখা হচ্ছে।