আন্তর্জাতিক ডেস্ক :
আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান চাকরি হারিয়েছেন।
প্রতিষ্ঠানটি শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
স্যামের বয়স ৩৮ বছর। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে তাঁর জন্ম। বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। বছরখানেক আগে চ্যাটজিপিটি বাজারে ছেড়ে প্রযুক্তিজগতে খ্যাতি পায় স্যামের ওপেনএআই। এই জগতে তারকা বনে যান স্যাম।
চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা। ভাষা ইনপুট হিসেবে দিলে চ্যাটজিপিটি সেটি বুঝতে পারে এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ বিবৃতিতে জানায়, যথাযথ পর্যালোচনাপ্রক্রিয়া মেনে স্যামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। একটা দূরত্ব জিইয়ে রেখেছিলেন, যা প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর সক্ষমতাকে বাধাগ্রস্ত করছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্যামের সক্ষমতা নিয়ে পরিচালনা পর্ষদের আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
আলোচিত-সমালোচিত চ্যাটজিপিটি বাজারে এনে প্রযুক্তিজগতে বড় ধরনের প্রতিযোগিতার সূচনা করেন স্যাম। মেটা, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে।
ওপেনএআইয়ের বিকাশে স্যাম অল্টম্যানের অবদান স্মরণ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বিবৃতিতে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরাতি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইওর দায়িত্ব পালন করবেন।
বরখাস্ত হওয়ার পর অ্যাল্টম্যান মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘ওপেনএআইয়ের সঙ্গে থাকা সময়গুলোকে আমি ভালোবাসি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে যুগান্তকারী ছিল। আশা করি বিশ্বের জন্যও কিছুটা ছিল। এ ধরনের মেধাবি মানুষের সঙ্গে কাজ করার বিষয়টিকে খুবই পছন্দ করেছি। পরবর্তীতে কি হবে এ ব্যাপারে অনেক কিছু বলার আছে।
ওপেনএআইয়ে নেতৃত্বে হঠাৎ এ নাটকীয় পরিবর্তনের মাধ্যমে দেখা যাবে গ্রেগ ব্রোকম্যান— যিনি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন— তিনি বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়বেন। তবে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তার পদ বহাল থাকবে।
ওপেনএআই জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যে নতুন স্থায়ী সিইও খোঁজার কাজ শুরু করে দেবে।
সিইওর পদ হারানো স্যাম অ্যাল্টম্যান ওপেনএআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সহপ্রতিষ্ঠা ছিলেন।