আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবে মঙ্গলবার (২০ মার্চ) রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।
চাঁদ দেখা না যাওয়ায় আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে বুধবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খাবেন মধ্যপ্রাচ্যের মুসলমানরা।
রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান।
এক্ষেত্রে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণীও মিলে গেছে। গত জানুয়ারি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে, ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে এই বছরের রোজা শুরু হবে। তারা সে সময় জানান, চলতি বছরের রোজা ২৯টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণার পর জানান, এই বছর ঈদুল ফিতর হতে পারে ২১ এপ্রিল শুক্রবার।
উল্লেখ্য, হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।