Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলশান-১ নম্বরে ১৮তলা এ ডব্লিউ আর টাওয়ারের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ২০ মিনিটের প্রচেষ্টায় শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গুলশান এক নম্বরে এডব্লিউআর টাওয়ারের ১৭ তলা ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত ঘটে।

রাফে আল ফারুক আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কেও তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা হাসান

গুলশানে ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলশান-১ নম্বরে ১৮তলা এ ডব্লিউ আর টাওয়ারের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ২০ মিনিটের প্রচেষ্টায় শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গুলশান এক নম্বরে এডব্লিউআর টাওয়ারের ১৭ তলা ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত ঘটে।

রাফে আল ফারুক আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কেও তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।