নিজস্ব প্রতিবেদক :
আমার বাংলা পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসাদের নিয়ে ২০২০ সালের ২ মে যাত্রা করে এবি পার্টি। দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন এ এফ এম সোলায়মান চৌধুরী, যিনি সাবেক সচিব ছিলেন। অবসর গ্রহণের পর জামায়াতের পেশাজীবীদের সংগঠন জাতীয় পেশাজীবী ফোরামের নেতৃত্ব দিতেন। কুমিল্লা-৯ আসনে দলের প্রার্থীও ছিলেন। আর দলের সদস্য সচিব হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, যিনি জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন এককালে।
২০২২ সালের মে মাসে নতুন দলের নিবন্ধন আবেদন চায় ইসি। তিন মাসের সময় দিলেও তাতে সাড়া না পেয়ে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়। নির্ধারিত সময়ে শখানেক নতুন দল নিবন্ধন পেতে আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ৮৭টি আবেদন, টিকে থাকে ১২টি দল। ১২টি দলের মধ্যে থেকে দুটি দলকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এই দুটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
বাদ পড়া দলগুলো হচ্ছে- এবি পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি- বিএসপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি)।
নিজস্ব প্রতিবেদক 

























