এবার মহাকাশে নতুন টয়লেট পাঠাচ্ছে নাসা। ভবিষ্যৎ চন্দ্র অভিযানকে সামনে রেখে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে। সংশ্লিষ্টদের ধারনা, এতে করে নারী নভোচারীরা মহাকাশ অভিযানে স্বাচ্ছন্দবোধ করবেন।
খবরে বলা হয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) শূন্য-অভিকর্ষে (জিরো-গ্র্যাভিটি) টয়লেট পাঠাচ্ছে নাসা। ভবিষ্যৎ চন্দ্র অভিযানকে সামনে রেখে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে।
টয়লেটটির নির্মাণে খরচ হয়েছে দুই কোটি ৩০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৯৫ কোটি টাকা।
এটি কার্গো শিপের মাধ্যমে আইএসএসে পাঠানো হবে। নাসার পক্ষ থেকে বলা হয়, টয়লেটের ‘ভ্যাকুয়াম সিস্টেম’ বিশেষভাবে নকশা করা হয়েছে।
আরও পড়ুন : বাবুগঞ্জের দুর্গাসাগরে পদ্মের সমারোহ
যাতে নারী নভোচারীরা আগের চেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বৃহস্পতিবার বিকেলে রকেটে করে ভার্জিনিয়া থেকে টয়লেটটি মহাকাশ স্টেশনে পাঠানোর কথা ছিল।
কিন্তু উৎক্ষেপণের তিন মিনিট আগে কারিগরি ত্রুটির কারণে মিশন স্থগিত হয়। প্রকৌশলীরা যদি ত্রুটিগুলো সারাতে পারেন তবে আবারও চেষ্টা চলবে।
বিবিসি