নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে একযোগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৬৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
১২ সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি
এদিকে অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৩য় গ্রেডে ৫৪৩৭০-৭৪৪৬০ টাকা বেতনস্কেলে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, এসব বিচারককে জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে মঙ্গলবার (৩ জুন) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
তবে তাদের মধ্যে একজন বিচারককে মাতৃত্বকালীন ছুটি শেষে জেলা ও দায়রা জজ মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জনের তালিকা দেখতে ক্লিক করুন।
জেলা ও দায়রা জজ ৩০ জনের তালিকা দেখতে ক্লিক করুন।
যুগ্ম জেলা ও দায়রা জজ ২১ জনের তালিকা দেখতে ক্লিক করুন।
পদোন্নতি দিয়ে ১২ জন সিনিয়র সহকারি জজকে যুগ্ম জেলা জজ পদে বদলির তালিকা দেখতে ক্লিক করুন।