Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চর ঘাটিনা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত।

স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে, মেয়েটি নিজেই রেললাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌঁছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আফতাবনগর-বনশ্রী সংযোগে নির্মাণ হবে দুই সেতু : ডিএনসিসি প্রশাসক

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চর ঘাটিনা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত।

স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে, মেয়েটি নিজেই রেললাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌঁছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।