Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রাপথে গৌরীকুণ্ড এলাকার আকস্মিক বন্যায় অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। তিনটি দোকান ভেসে গেছে।

শুক্রবার (৪ আগস্ট) কর্তৃপক্ষ এই খবর দিয়েছে। ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এই বন্যার ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন, বিনোদ (২৬), মুলায়াম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (২৪), রনবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী আনিতা বোহরা, তাদের মেয়ে রাধিকা বোহরা, পিংকি বোহরা, পুত্র পৃথিবী বোহরা (৭) জাতিল (৬) ও ভাকিল (৩)।

জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য সাড়াদান বাহিনী (এসডিআরএফ) কর্মীরা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তবে নিখোঁজ কাউকে এখনো পাওয়া যায়নি। সার্কেল অফিসার বিমল রাওয়াত পিটিআইকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল থেকে মাঝে মাঝে পাথর পড়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় নিখোঁজ ১২

প্রকাশের সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রাপথে গৌরীকুণ্ড এলাকার আকস্মিক বন্যায় অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। তিনটি দোকান ভেসে গেছে।

শুক্রবার (৪ আগস্ট) কর্তৃপক্ষ এই খবর দিয়েছে। ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এই বন্যার ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন, বিনোদ (২৬), মুলায়াম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (২৪), রনবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী আনিতা বোহরা, তাদের মেয়ে রাধিকা বোহরা, পিংকি বোহরা, পুত্র পৃথিবী বোহরা (৭) জাতিল (৬) ও ভাকিল (৩)।

জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য সাড়াদান বাহিনী (এসডিআরএফ) কর্মীরা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তবে নিখোঁজ কাউকে এখনো পাওয়া যায়নি। সার্কেল অফিসার বিমল রাওয়াত পিটিআইকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল থেকে মাঝে মাঝে পাথর পড়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।