Dhaka শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : 

ইকুয়েডরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। পরে পুলিশের গুলিতে আহত বন্দুকধারী মারা যান।

কুইটো শহরে বুধবার (৯ আগস্ট) নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী এবং সন্তানের প্রতি আমার সংহতি ও সমবেদনা। এটি একটি সংঘবদ্ধ অপরাধ। এটি পুরো দেশকে স্তব্ধ করেছে। যেই জড়িত থাকুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিচার করা হবে।

হত্যাকান্ডের পর তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়।

ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ভিলাভিসেনসিও হত্যার এক সন্দেহভাজনকে গ্রেফতারের সময় আহত হয়েছিলেন। তিনি মারা গেছেন।

ভিলাভিসেনসিওর প্রচারাভিযান উপদেষ্টা প্যাট্রিসিও জুকিলান্ডা বলেন, এ মাসের প্রথম দিকে ভিলাভিসেনসিও হত্যার হুমকি পেয়েছিলেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

দেশে ক্রমবর্ধমান সহিংসতা এবং মাদক পাচারকে দায়ী করে সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জুকুইল্যান্ডা।

আন্দিয়ান প্রদেশের চিম্বোরাজোর বাসিন্দা ভিলাভিসেনসিও ছিলেন একজন সাবেক আইন প্রণেতা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোকুয়েডরের ইউনিয়ন সদস্য ছিলেন তিনি। করতেন সাংবাদিকতাও।

ভিলাভিসেনসিও সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ঘোর সমালোচক ছিলেন। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া বিবৃতির জন্য ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ সময় ইকুয়েডরের আদিবাসী অঞ্চলে পালিয়ে যান। পরে আশ্রয় পান পেরুতে।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো। সূত্র: আল জাজিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইকুয়েডরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। পরে পুলিশের গুলিতে আহত বন্দুকধারী মারা যান।

কুইটো শহরে বুধবার (৯ আগস্ট) নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী এবং সন্তানের প্রতি আমার সংহতি ও সমবেদনা। এটি একটি সংঘবদ্ধ অপরাধ। এটি পুরো দেশকে স্তব্ধ করেছে। যেই জড়িত থাকুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিচার করা হবে।

হত্যাকান্ডের পর তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়।

ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ভিলাভিসেনসিও হত্যার এক সন্দেহভাজনকে গ্রেফতারের সময় আহত হয়েছিলেন। তিনি মারা গেছেন।

ভিলাভিসেনসিওর প্রচারাভিযান উপদেষ্টা প্যাট্রিসিও জুকিলান্ডা বলেন, এ মাসের প্রথম দিকে ভিলাভিসেনসিও হত্যার হুমকি পেয়েছিলেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

দেশে ক্রমবর্ধমান সহিংসতা এবং মাদক পাচারকে দায়ী করে সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জুকুইল্যান্ডা।

আন্দিয়ান প্রদেশের চিম্বোরাজোর বাসিন্দা ভিলাভিসেনসিও ছিলেন একজন সাবেক আইন প্রণেতা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোকুয়েডরের ইউনিয়ন সদস্য ছিলেন তিনি। করতেন সাংবাদিকতাও।

ভিলাভিসেনসিও সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ঘোর সমালোচক ছিলেন। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া বিবৃতির জন্য ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ সময় ইকুয়েডরের আদিবাসী অঞ্চলে পালিয়ে যান। পরে আশ্রয় পান পেরুতে।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো। সূত্র: আল জাজিরা।