নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আনারের মরদেহ আনতে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে। এটি তদন্তাধীন বিষয়। বেশি কিছু বলতে চাই না।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে নদী নিয়ে আন্দোলন করা সংগঠন নোঙর এর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাইকমিশন অফিস আছে তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেনে।
তিনি বলেন, নদীগুলোর ভূমিকা হলো মানব দিকে দেহের শিরা-উপশিরার মত। দেহের মধ্যে শিরা-উপশিরা যেভাবে দায়িত্ব পালন করে, সেভাবে নদীগুলোও দেশের জন্য কাজ করে। মানুষের দেশের শিরা-উপশিরা যদি শুকিয়ে যায়, তাহলে মানুষ মরে যায়। আমাদের দেশের জন্য নদীগুলোও তেমন। নদী শুকিয়ে গেলে, নদী দখল হয়ে গেলে দেশের পরিবেশের উপর প্রভাব পড়ে।
তিনি আরো বলেন, হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো হতে তেমন পানি আসছে না। ডিফরেস্টেশন একটি অন্যতম কারণ। এছাড়া শহরের নদী ক্ষমতাধরদের হাতে কুক্ষিগত করে নদীকে গিলে ফেলছে। বৃত্তের ক্ষমতায় নদী দখল করে আবার মিডিয়া পালে। যাতে কেউ কিছু করতে না পারে। ক্ষমতাবানরা নদী দখল করে। কর্ণফুলীতে বিভিন্ন সংস্থার দখল অনেক বেশি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা তিনটা রিভার বেসিনের উৎপত্তি দেশের বাইরে। ক্যাচমেন্ট এরিয়াও বাইরে। ফলে বাইরে নদীতে যাই করা হয়, প্রভাব আমাদের নদীতে এসে পড়ে। সবার জন্য সুষম পানির প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিবেশীদের সহযোগিতা দরকার। যৌথ নদী কমিশনকে আরও কার্যকর করতে হবে। আঞ্চলিক সহযোগিতা ফোরাম করার প্রয়োজন আছে। আঞ্চলিক ব্যবস্থাপনা দাঁড় করানো গেলে সবাই উপকৃত হবে।
চলাচলের ক্ষেত্রে নদীর ব্যবহারের গুরুত্বপূর্ণ আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, রাস্তা, বিল্ডিং বানানোই উন্নয়ন নয়। নদী রক্ষা, পরিবেশ রক্ষায় কিছু করবার জন্য টাকা খরচ করতে দেয় না। নৌ পথ ব্যবহারে সচেতন থাকলে আজ এই পরিস্থিতি হতো না।
মেয়াদ উত্তীর্ণ নৌ যান, মালিকদের অতিরিক্ত লোভ, নৌ দুর্ঘটনার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নোঙর সংগঠনের সভাপতি সুমন সামস, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খোকন ও ঢাকা ৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 





















