Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশা ও মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

শেরপুর জেলা প্রতিনিধি : 
শেরপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ছয় জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের নাগপাড়া এলাকার সঞ্জিত চন্দ্র দাসের ছেলে গৌরব এবং বয়ড়া পরানপুর এলাকার রনি। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে। ল্যাবের মালিক শুভকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

অটোরিকশা ও মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শেরপুর জেলা প্রতিনিধি : 
শেরপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ছয় জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের নাগপাড়া এলাকার সঞ্জিত চন্দ্র দাসের ছেলে গৌরব এবং বয়ড়া পরানপুর এলাকার রনি। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে। ল্যাবের মালিক শুভকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।