বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জনেও আলোচনায় ছিলেন নায়িকা।
আজ ১৬ জুলাই ৩৭ বছরে পা রাখলেন বলিউডের ক্রেজ ক্যাটরিনা। ১৯৮৩ সালের আজকের এই দিনে হংকং-এ জন্ম তার।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল অল্প সময়েই বলিউডে শক্ত আসন তৈরি করেছেন। তবে শুরুটা মোটেই সহজ ছিল না তার। শুধু ঠিক মতো হিন্দি জানেন না বলে অনেক কটু কথাই সহ্য করতে হয়েছে তাকে।
তবে দমে যাননি এই সুন্দরী। রূপ ও অভিনয় গুণে ঠিকই জয় করেছেন কোটি চলচ্চিত্রপ্রেমীর ভালোবাসা। ২০০৩ সালে বুম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তার। ম্যায়নে পেয়ার কিউ কিয়া, পার্টনার, ওয়েলকাম, সিং ইজ কিং, রাজনীতি, এক থা টাইগার, ভারত ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়।