আন্তর্জাতিক ডেস্ক :
বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি দেশটির প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্য এবং নিজের দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াচেকে তিনি বিয়ে করেছেন। এছাড়া নিজের বিয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং – দেশের প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্য – তার সঙ্গী সোফি অ্যালোয়াচেকে বিয়ে করেছেন বলে ওং নিজেই রোববার জানিয়েছেন।
পেনি ওং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং অ্যালোয়াচের একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমাদের পরিবার এবং বন্ধুদের অনেকেই আমাদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে, এতে আমরা আনন্দিত।’
প্রায় দুই দশক ধরে এক সঙ্গে আছেন ওং ও অ্যালাউচ। সিডনি হেরাল্ডের প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডেলাইডে এক ওয়াইন সংরক্ষণশালায় বিয়ে করেন তারা। ওং সিনেটে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করেন।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পেন ওং এবং সোফি অ্যালোয়াচে প্রায় দুই দশক ধরে একসাথে রয়েছেন এবং শনিবার সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে তারা গাঁটছড়া বাঁধেন। ওং দেশটির সিনেটে সাউথ অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করেন।
২০০২ সাল থেকে লেবার পার্টির সিনেট সদস্যের দায়িত্ব পালন করে আসছেন ওং। তিনিই প্রথম এশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার মন্ত্রিপরিষদের সদস্য।
২০১৭ সালে অস্ট্রেলিয়া সমলিঙ্গ বিয়ে বৈধ করে। ১৯৯৭ সালের আগ পর্যন্ত দেশটিতে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হতো না।