Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুর বাড়ির বদলে চাচির সঙ্গে জেলে গেলেন বর

বাল্য বিয়ে করতে এসেছিল বরপক্ষ। কিন্ত বিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। এ সময় বাল্য বিয়ের অপরাধে চাচিসহ বরকে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁর ধামইরহাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চন্ডিপুর গ্রামের এক কৃষকের ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ের সাথে চকমহেশ গ্রামের রশিদুল ইসলামের (২৬) বিয়ের আয়োজন করা হয়। কনের বাড়িতে বরসহ লোকজন আসে।

বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযানে বর রশিদুল ইসলাম ও তার চাচি টপি আরাকে (২২) আটক করে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে বর রশিদুলকে ৮ মাস এবং টপি আরাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া বাল্য বিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে বরের বোন লাভলী আক্তারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শ্বশুর বাড়ির বদলে চাচির সঙ্গে জেলে গেলেন বর

প্রকাশের সময় : ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

বাল্য বিয়ে করতে এসেছিল বরপক্ষ। কিন্ত বিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। এ সময় বাল্য বিয়ের অপরাধে চাচিসহ বরকে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁর ধামইরহাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চন্ডিপুর গ্রামের এক কৃষকের ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ের সাথে চকমহেশ গ্রামের রশিদুল ইসলামের (২৬) বিয়ের আয়োজন করা হয়। কনের বাড়িতে বরসহ লোকজন আসে।

বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযানে বর রশিদুল ইসলাম ও তার চাচি টপি আরাকে (২২) আটক করে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে বর রশিদুলকে ৮ মাস এবং টপি আরাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া বাল্য বিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে বরের বোন লাভলী আক্তারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।