স্প্যানিশ লা লগায় অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে শিরোপার আরো কাছাকাছি রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লা লিগা শিরোপার আরও কাছাকাছি রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে সার্জিও রামোসের একমাত্র গোলে ১-০ গোলে জয় পেয়েছে জিদানের দল।
করোনায় লিগ বন্ধের আগে বার্সার চেয়ে ২ পয়েন্ট পেছনে ছিল রিয়াল। খেলা মাঠে গড়ানোর পর বার্সা তিন ম্যাচ ড্র করলেও কোনো পয়েন্ট হারায়নি জিদানের দল। বিলবাওয়ের সাথে কাজটা অবশ্য সহজ ছিল না। ম্যাচের বয়স ঘণ্টা পেরুনোর পরও গোল নাই। মার্সেলোকে ফাউলের পর ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় মাদ্রিদ।
স্পটকিকে স্পটঅন ছিলেন ক্যাপ্টেন সার্জিও রামোস। তিয়াত্তর মিনিটে করা ওই এক গোল নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
তবে, ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে আরো একবার সুযোগ আসে করিম বেনজামার কাছে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের বাড়িয়ে দেয়া বলটা থেকেও জাল খুঁজে পাননি বেনজেমা।
অবশেষে ২০১৭ সালের পর প্রথমবার বিলবাও এর স্যান ম্যামেস বারিয়া থেকে জয় নিয়ে মাঠ ছাড়লো রিয়াল মাদ্রিদ।