Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাট পরিশোধ করা যাবে অনলাইনে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

এখন ঘরে বসে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) চালু করা হয়েছে ভ্যাট ই-পেমেন্ট ব্যবস্থা। প্রতি মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিটার্ন জমার পাশাপাশি ভ্যাটের টাকা পরিশোধে পে–অর্ডার, চালান এসবের পরিবর্তে অনলাইনে ব্যাংক হিসাব থেকে সরাসরি সরকারের কোষাগারে জমা দিতে পারবে।
এদিন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এই ই-পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করেন ।

এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, অর্থসচিব আবদূর রউফ তালুকদার, আর্থিক বিভাগ প্রতিষ্ঠানের সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

আপাতত এইচএসবিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংকের মাধ্যমে ই-পেমেন্ট করা যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট ব্যবস্থায় আন্তর্জাতিক উত্তম চর্চার অংশ হিসাবে ইপেমেন্ট চালু করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে বর্তমানে এক লাখ ৬৬ হাজার ৭২০ টি ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৪২ হাজার প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট রিটার্ন দেয়। প্রতিষ্ঠানগুলো এখন ই-পেমেন্ট পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করতে পারবে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ভ্যাট পরিশোধ করা যাবে অনলাইনে

প্রকাশের সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক

এখন ঘরে বসে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) চালু করা হয়েছে ভ্যাট ই-পেমেন্ট ব্যবস্থা। প্রতি মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিটার্ন জমার পাশাপাশি ভ্যাটের টাকা পরিশোধে পে–অর্ডার, চালান এসবের পরিবর্তে অনলাইনে ব্যাংক হিসাব থেকে সরাসরি সরকারের কোষাগারে জমা দিতে পারবে।
এদিন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এই ই-পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করেন ।

এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, অর্থসচিব আবদূর রউফ তালুকদার, আর্থিক বিভাগ প্রতিষ্ঠানের সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

আপাতত এইচএসবিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংকের মাধ্যমে ই-পেমেন্ট করা যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট ব্যবস্থায় আন্তর্জাতিক উত্তম চর্চার অংশ হিসাবে ইপেমেন্ট চালু করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে বর্তমানে এক লাখ ৬৬ হাজার ৭২০ টি ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৪২ হাজার প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট রিটার্ন দেয়। প্রতিষ্ঠানগুলো এখন ই-পেমেন্ট পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করতে পারবে।