শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

বিশ্বে তৃতীয় করোনা আক্রান্ত দেশ ভারত

রিপোর্টারের নাম
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারত রাশিয়াকে টপকে গেছে। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজাররেও বেশি। এই পরিসংখ্যানের জেরেই করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত তথ্য বিচার করলে ভারতের থেকে এগিয়ে আছে শুধুমাত্র ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১৫ লক্ষ। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৮ লক্ষ নাগরিক।

রবিবার ভারতে ২৪ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছেন মাত্র ২৪ ঘণ্টায়। এই সময়ের মধ্যেই দেশটিতে আরও ৬১৩ জনের প্রাণ কে়‌ড়েছে করোনা। দেশে মোট করোনায় মৃত্যু ১৯ হাজার ২৬৮ তে পৌঁছেছে। খবর নিউজ১৮ এর।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে কঠোর লকডাউন জারি হয়েছিল ২৩শে মার্চ। বেশ কয়েক দফা লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার পর আর্থিক পরিস্থিতি বিবেচনা করে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষ ভাবে নিয়মকানুন শিথিল করা হয়। যদিও এখনও স্কুল কলেজ সিনেমাহল বন্ধই রাখা হয়েছে। বন্ধ যাত্রীবাহী ট্রেনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: