শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত দেড় কোটি ছাড়ালো

যোগাযোগ ডেস্ক
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

গেল বছরের ডিসেম্বর থেকে চীনে শুরু। এরপর ধীরে ধীরে গোটা পৃথিবীটাকে গ্রাস করেছে নভেল করোনাভাইরাস। জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত বিশ্বে কোটির বেশি মানুষকে নতুন এই রোগটি সংক্রমিত করলো। বিপরীতে সুস্থও হয়েছেন প্রায় এক কোটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৮৮০ জন। সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন। মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪১০ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন। তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ৯৪ হাজার ৮৫ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৮ হাজার ৭৭০ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৮৩ হাজার ৩২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৫৮০ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৮১ হাজার ৭৯৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৬৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া