মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ফেনীতে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক যাত্রী।

শুক্রবার বিকেলে উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের টিটু মিঞার ছেলে বাচ্চু মিঞা ও মেয়ে খোকনি বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সিরহাট এলাকায় যাত্রী বোঝাই দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশা যাত্রীই গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক ভাই-বোন দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরেকজনকে হাসপাতালে ভর্তি দেন। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া