Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা মামলায় ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন। এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, চলমান অভিযানে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্রশিবিরসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা ও গ্রেফতারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা মামলায় ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশের সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন। এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, চলমান অভিযানে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্রশিবিরসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা ও গ্রেফতারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।