মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

দেশের বাজারে রুট গ্রুপের করোনা কিলার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

রিপোর্টারের নাম
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২০

বাংলাদেশের বাজারে করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এলো দেশের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রুট গ্রুপ অব কোম্পানিজ ও সুইজারল্যান্ড-ভিত্তিক একটি প্রতিষ্ঠান। শুক্রবার (৩ জুলাই, ২০২০) বিকাল ৩টায় জুম অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য নতুন এ প্রযুক্তির উদ্ভোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সরাসরি বেসরকারি নিউজ চ্যানেল ডিবিসিতে সম্প্রচার করা হয়।

উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান করোনা মহামারীর সময়ে এই ধরনের একটি উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে প্রশংসিত করবে।’ বক্তারা আরো বলেন, ‘এ ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যক্তিগত ব্যবহার ছাড়াও হাসপাতালগুলোতে ব্যবহার হতে পারে।’ এই কার্যকর পদ্ধতি নিয়ে ভবিষ্যতে আরো গবেষণা হতে পারে বলেন অতিথিরা মত প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, বিএসএমএমইউ এর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, আইইডিসিআরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম আজাদ, দি এশিয়ান এইজ পত্রিকার বোর্ড অব এডিটরস এর চেয়ারম্যান শোয়েব চৌধুরী, রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল এবং রুট গ্রুপ অব কোম্পানিজের সিইও বাশার খানসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন বিদেশী ব্র্যান্ড কোম্পানির কয়েকজন ক্রেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও রুট গ্রুপের মিডিয়া এডভাইজার সেলিম ওমরাও খান।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে টেক্সটাইল খাতের সুইস উদ্ভাবক প্রতিষ্ঠানটির করোনা কিলার স্বল্পতম সময়ের মধ্যে করোনাভাইরাসসহ বেশিরভাগ ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারে। এ ছাড়াও করোনা কিলার সমৃদ্ধ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসে ব্যবহার যোগ্য কাপড়ে সংক্রমন প্রতিরোধ করতে সক্ষম বলে বলা হয়।

উন্নত সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ মিশ্রণে তৈরি অ্যান্টি মাইক্রোবিয়াল করোনা কিলার মাত্র দুই মিনিটে ৯৯.৯৯% ভাইরাসকে ধ্বংস করে। ২০ বার ধোঁয়ার পরেও ট্রিটেড টেক্সটাইল সামগ্রীতে করোনা কিলার কার্যকর থাকবে। করোনা কিলার সমৃদ্ধ টেক্সটাইলস ও অ্যাপারেলসে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংস্পর্শে আসলে সেগুলোকে ধ্বংস করে দেয়। করোনা কিলার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন- পিপিই, ফেইস মাস্ক, আইসোলেশন গাউন, ওভারঅল, সু-কাভার, ডেনিম, নন-ডেনিম, প্যান্ট, শার্ট, লেডিস ওয়ার, টি-শার্ট, পলো শার্ট, হোম টেক্সটাইল, হাসপাতালের ইউনিফর্ম এবং এয়ার ফিল্টারে ব্যবহার করা যায়।

বাংলাদেশে এ নিয়ে গবেষণা করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী। ড. সিদ্দিকী তার গবেষণায় পাওয়া ফলাফল সংক্ষেপে তুলে ধরেন।

রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল বলেন, ‘করোনা মহামারিতে বিপন্ন, দিশেহারা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে দেশে মানুষ যাতে তাদের জীবন জীবিকার চাকা সচল রাখতে পারে সেজন্য আমরা এ করোনা কিলার নিয়ে এসেছি। করোনা প্রতিরোধে এখনো সুনির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হলেও এ সুরক্ষা সামগ্রীর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।’

রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রুট গ্রুপ যৌথভাবে এই নিয়ে গবেষণা কার্যক্রমের জন্য একটি এমওইউ চুক্তি সম্পাদনের প্রায় দ্বারপ্রান্তে আছে। গবেষণা কার্যক্রমের যাবতীয় অর্থ রুট গ্রুপ যোগান দিবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: