আন্তর্জাতিক ডেস্ক :
চীনের দক্ষিণাঞ্চলে পাহাড়ি রাস্তায় একটি গাড়ি উল্টে পানিতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানায় আল-এরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের সঙ্গে চীন সীমান্তের কাছে একটি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে চীনের গুয়াংসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে একটি প্রাথমিক সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিনজন ছাড়া বাকি ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিরাপত্তা বিধিমালার অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছিলেন ২০ জন। সূত্র : আল অ্যারাবিয়া।