শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

চার মাস বন্ধের পর ঢাকা-রাজশাহী বিমান চালু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলা ও নভোএয়ারের বিমান চলাচল শুরু হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সেতাফুর রহমান জানান।

করোনাভাইরাস মহামারীর কারণে সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ এই রুটে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। ইউএস বাংলার রাজশাহীর স্টেশন ম্যানেজার মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে তাদের দুটি উড়োজাহাজ চালু হবে। প্রথমটি সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ১০টা ৫০ মিনিটে। আবার রাজশাহী থেকে বেলা ১১টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছবে ১১টা ৫০ মিনিটে। দ্বিতীয় উড়োজাহাজটি দুপুর আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছবে ৩টা ২০ মিনিটে। ফের ৩টা ৫০ মিনিটে রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছবে ৪টা ৪০ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: