আন্তর্জাতিক ডেস্ক :
গ্রীসের লেসবস দ্বীপের কাছাকাছি আফ্রিকার দেশ কোমোরসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১৪ জন ক্রুর ১৩ জনই নিখোঁজ হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) ঝোড়ো হাওয়ায় কবলে পড়ে ডুবে যায় লবণ বোঝাই পণ্যবাহী জাহাজটি।
গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজের এক ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পাঁচটি কার্গো জাহাজ, কোস্টগার্ডের তিনটি জাহাজ, বিমানবাহিনী ও নৌবাহিনীর হেলিক্প্টার এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
গ্রিসের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) জানিয়েছে, জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন এবং এটি লবণ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। ক্রুদের মধ্যে ১১ মিসরীয়, দুজন সিরীয় ও একজন ভারতীয়।
গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার র্যাপ্টর কার্গো জাহাজ থেকে একজন ক্রু সদস্যকে তুলে নেয়। তাকে লেসবস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ১৩ জনের অবস্থা এখনো জানা যায়নি।
কোস্টগার্ডের একটি সূত্র বার্তাসংস্থা এএনএ-কে বলেছে, রোববার সকালে লেসবোস দ্বীপ থেকে ৪ দশমিক ৫ নটিক্যাল মাইল (৮ দশমিক ৩ কিলোমিটার) দূরে সমুদ্রে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি মিসরের ডেখেইলা থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল।
জাহাজটিতে যে ক্রুরা ছিলেন তাদের মধ্যে দুইজন সিরিয়ার, চারজন ভারতের এবং আটজন মিসরের নাগরিক।
ঝড়ো হওয়ার কারণে শনিবার থেকে গ্রিসের উপকূলীয় অঞ্চলগুলোতে জাহাজগুলো ডক করে রাখা হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কা থেকে জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছিল। তবে সেই ঝড়ো হাওয়ার কবলে পড়েই লবণবাহী একটি জাহাজ ডুবে গেছে।