বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে : রুমিন ফারহানা রেকর্ড গড়ে ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ একদিনের ব্যবধানে কমলো সোনার দাম কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া! গণতন্ত্রের লড়াকুরা নিরাপত্তাহীনতায় রয়েছে : রিজভী টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সচিবলায় বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা : মির্জা আব্বাস

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ হিসাব দিয়েছেন।

রোববার (২৩ মার্চ) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলাকে কেন্দ্র করে গাজায় ১৮ মাসব্যাপী এই ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা হয়েছিল।

এবছর ১৯ জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তারপরও এই যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের হামলায় গাজায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে এবং গাজায় আবার শুরু হয়েছে ইসরায়েলের পূর্ণ শক্তি নিয়ে হামলা। এই হামলায় গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে অন্তত ৪১ জন।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, নিহতের এই পরিসংখ্যান এক ভয়াবহ মাইলফলক।

কারণ, তিনি বলেন, গাজাজুড়ে কেবল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিবন্ধন হওয়া মৃত মানুষের সংখ্যা হিসাব করে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এর বাইরে আরও কত মানুষ ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে চাপা পড়ে মরেছে কিংবা সমাহিত হয়েছে তার হিসাব নেই।

হানি মাহমুদ জানান, নিহত ৫০, ০২১ মানুষের মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার মেডিয়া অফিস জানিয়েছে, আরও ১১ হাজারের বেশি মানুষ, যারা নিখোঁজ হয়েছে বা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের হিসাব এই মৃতের সংখ্যার মধ্যে নেই।

গতবছর জুলাইয়ে ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে ধারণা প্রকাশ করে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলের হামলায় প্রকৃত মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি হতে পারে।

ওদিকে, গত সপ্তাহে মঙ্গলবার থেকে ইসরায়েল যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় হামলা শুরুর পর থেকে এ কয়দিনে নিহত হয়েছে ৬০০ জনের বেশি মানুষ। এর মধ্যে ২০০ জনই শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া