দক্ষিণ আমেরিকায় অবস্থিত কলম্বিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ৯ জন নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরো দুই জন।
সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারটি কলম্বিয়ায় গুয়াভিয়ার রাজ্যে বিধ্বস্ত হয়।
ওই রাজ্যটিতে কলম্বিয়ার সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের তৎপরতা রয়েছে।
হেলিকপ্টারটিতে ১৭ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ১১ জন সেনা সদস্য নিখোঁজ ছিলেন যাদের মধ্যে নয় জনের লাশ উদ্ধার করা হয়েছে বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে ককেসিয়া শহর থেকে ফিরছিল কপ্টারটি। আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।
তবে এটি দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে কিছু জানায়নি কলম্বিয়া সেনাবাহিনী।
এই দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।