শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন

আরাফাত-মিনায় হজ পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২০

আরাফাত-মিনায় হজ পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। করোনাভাইরাসের কারণে সৌদি আরবে এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার মানুষ। এর মধ্যে ৩ হাজার সউদী নাগরিক আর বাকি ৭ হাজার দেশটিতে বসবাসরত ১৬০ দেশের নাগরিক। তবে এবার হজের পারমিট ছাড়া মক্কার মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। –বিবিসি, ডেইলি মেইল
এদিকে, সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কার আরাফাত, মিনা ও মুজদালিফা এলাকায় প্রবেশ করতে পারবে না। এই আইন অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

মক্কার ইউনিফর্ম সেন্টারে গতকাল রোববার হজ্জ নিরাপত্তা বাহিনীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হজের নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ আল তাওইয়াইন আসন্ন হজ উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ বছর করোনার কারণে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে। খুব কম সংখ্যক হজযাত্রী এবার হজে অংশ নেবে। কোভিড-১৯ মহামারির কারণে এ বছর হজের নিরাপত্তায় বিশেষ কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: