Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৯২ বছর বয়সে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে মারডক

আন্তর্জাতিক ডেস্ক : 

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত ‘রুপার্ট মারডক’। পাত্রী পুলিশের সাবেক কর্মকর্তা ‘অ্যান লেসলি স্মিথ’, যার বয়স ৬৬ বছর। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার ঘোষণা দিয়েছেন রুপার্ট। তার নতুন বান্ধবীর নাম অ্যান লেসলি স্মিথ। যার সঙ্গে ছয় মাস আগে রুপার্টের প্রথম দেখা হয়। মিডিয়া মোগলের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ (৬৬) একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ একজন গায়ক ও ব্যবসায়ী ছিলেন।

এই বয়সে বিয়ে নিয়ে সংবাদমাধ্যমকে মারডক বলেন, আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি আবার প্রেমে পড়তে ভয় পেতাম… কিন্তু এটাই শেষ বার। এবার ভালো হবে। আমি ভীষণ খুশি। আগামী গ্রীষ্মেই বিয়ে করে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন মারডক।

বছর খানেক আগে চতুর্থ পত্নী জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মারডক। জেরির সঙ্গে তার বিয়ে হয়েছিল ২০১৬ সালে। ওই বিচ্ছেদের ফলে মারডকের মালিকানাধীন ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় গণমাধ্যমের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে বিপুল সম্পত্তির মালিক মারডকের হবু স্ত্রীর প্রাক্তন স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। পাশাপাশি ব্যবসায়ী ছিলেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়। মারডকের সঙ্গে এনগেজমেন্টের পর লেসলি বলেন, আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ।

তিনি আরো বলেন, আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন… রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভালো।

রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে। এ বিয়ের মধ্যদিয়ে ৯২ বছর বয়সে নতুন করে জীবন শুরু করছেন এই মিডিয়া মুঘল। ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউইয়র্ক ও যুক্তরাজ্যে তাদের অভসর সময় কাটাবেন।
মারডক প্রথম বিয়ে করেন অস্ট্রেলিয় বিমানবালা প্যাট্রিকা বুকারকে। এরপরে স্কটিশ ভিত্তিক সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। তৃতীয়বারের মতো তিনি বিয়ে করেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে।

উল্লেখ্য, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মারডক। ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের পাঁচটি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তার এই পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক। ফোর্বসের তথ্য অনুসারে, ধনকুবের মারডকের এখন সম্পদ ১৭ দশমিক সাত বিলিয়ন ডলার। সূত্র: বিবিসি, নিউইয়র্ক পোস্ট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৯২ বছর বয়সে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে মারডক

প্রকাশের সময় : ১২:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত ‘রুপার্ট মারডক’। পাত্রী পুলিশের সাবেক কর্মকর্তা ‘অ্যান লেসলি স্মিথ’, যার বয়স ৬৬ বছর। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার ঘোষণা দিয়েছেন রুপার্ট। তার নতুন বান্ধবীর নাম অ্যান লেসলি স্মিথ। যার সঙ্গে ছয় মাস আগে রুপার্টের প্রথম দেখা হয়। মিডিয়া মোগলের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ (৬৬) একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ একজন গায়ক ও ব্যবসায়ী ছিলেন।

এই বয়সে বিয়ে নিয়ে সংবাদমাধ্যমকে মারডক বলেন, আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি আবার প্রেমে পড়তে ভয় পেতাম… কিন্তু এটাই শেষ বার। এবার ভালো হবে। আমি ভীষণ খুশি। আগামী গ্রীষ্মেই বিয়ে করে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন মারডক।

বছর খানেক আগে চতুর্থ পত্নী জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মারডক। জেরির সঙ্গে তার বিয়ে হয়েছিল ২০১৬ সালে। ওই বিচ্ছেদের ফলে মারডকের মালিকানাধীন ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় গণমাধ্যমের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে বিপুল সম্পত্তির মালিক মারডকের হবু স্ত্রীর প্রাক্তন স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। পাশাপাশি ব্যবসায়ী ছিলেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়। মারডকের সঙ্গে এনগেজমেন্টের পর লেসলি বলেন, আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ।

তিনি আরো বলেন, আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন… রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভালো।

রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে। এ বিয়ের মধ্যদিয়ে ৯২ বছর বয়সে নতুন করে জীবন শুরু করছেন এই মিডিয়া মুঘল। ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউইয়র্ক ও যুক্তরাজ্যে তাদের অভসর সময় কাটাবেন।
মারডক প্রথম বিয়ে করেন অস্ট্রেলিয় বিমানবালা প্যাট্রিকা বুকারকে। এরপরে স্কটিশ ভিত্তিক সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। তৃতীয়বারের মতো তিনি বিয়ে করেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে।

উল্লেখ্য, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মারডক। ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের পাঁচটি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তার এই পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক। ফোর্বসের তথ্য অনুসারে, ধনকুবের মারডকের এখন সম্পদ ১৭ দশমিক সাত বিলিয়ন ডলার। সূত্র: বিবিসি, নিউইয়র্ক পোস্ট।