Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৯ বলে ফিফটি করে যুবরাজের রেকর্ড ভাঙলেন নেপালের ক্রিকেটার 

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

 স্পোর্টস ডেস্ক : 
নেপাল ক্রিকেট নিজ দেশকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের মতোই সবার উপরে নিয়ে গেছে আজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য এক ইতিহাস গড়েছে নেপাল। যেখানে একাধিক রেকর্ড নিজেদের নামে করেছে রোহিত পাউডেলের দল। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস এখন নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছে সন্দীপ লামিচানেরা। শুধু তাই নয়, ব্যক্তিগত একাধিক রেকর্ডও ভেঙে নিজেদের নামে করেছেন নেপালি ক্রিকেটাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক থেকে ধরে দ্রুততম শতক সবকিছুর মালিক এখন নেপালি ক্রিকেটাররা। ভারতের যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতক থেকে ধরে ডেভিড মিলারের দ্রুততম শতক এই দুই রেকর্ড ভেঙেছেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং ঐরী।

এই রেকর্ড গড়তে গিয়ে ব্যাটিংয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেছেন এক নেপালি ব্যাটার। মাত্র ৯ বলে পূরণ করেছেন তিনি ফিফটি রান। সে সঙ্গে নেপালি ব্যাটার দিপেন্দ্র সিং আইরে ভেঙ্গে দিয়েছেন ২০০৭ সালে গড়া ভারতের যুবরাজ সিংয়ের রেকর্ডটিও। ১২ বলে ফিফটি গড়ার রেকর্ড ছিলো যুবরাজের। এবার ক্রিকেটের যে কোনো ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নেপালি ব্যাটার দিপেন্দ্র।

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি হয় নেপাল ও মঙ্গোলিয়া। যেখানে ২০ ওভারে ৩১৪ রান তুলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে নেপাল। যা আগে ছিল আফগানিস্তানের, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল রশিদ খানরা।

শুধু দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডই গড়েনি তারা। ভেঙেছে একাধিক ব্যক্তিগত রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে (২৭৩ রান) জয়ের রেকর্ডও গড়েছে নেপাল।

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল গড়েছে একাধিক রেকর্ড। তাতে সবচেয়ে বড় হিসেবে থাকছে যুবির ১৬ বছরের কীর্তি ভেঙে দেওয়া।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেটাই ছিল ক্রিকেটের এই ফরম্যাটে দ্রুততম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবি। বুধবার নেপালের দীপেন্দ্র সিং সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন আইরি।

দ্রুততম ফিফটি গড়তে দীপেন্দ্র হাঁকিয়েছেন আটটি। স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো, ৫২০! এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে কোনো ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি করেননি। একই ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন নেপালের কুশল মাল্লা। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাতেই কুশল ভেঙেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড। দুজনই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

৯ বলে ফিফটি করে যুবরাজের রেকর্ড ভাঙলেন নেপালের ক্রিকেটার 

প্রকাশের সময় : ০১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

 স্পোর্টস ডেস্ক : 
নেপাল ক্রিকেট নিজ দেশকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের মতোই সবার উপরে নিয়ে গেছে আজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য এক ইতিহাস গড়েছে নেপাল। যেখানে একাধিক রেকর্ড নিজেদের নামে করেছে রোহিত পাউডেলের দল। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইতিহাস এখন নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছে সন্দীপ লামিচানেরা। শুধু তাই নয়, ব্যক্তিগত একাধিক রেকর্ডও ভেঙে নিজেদের নামে করেছেন নেপালি ক্রিকেটাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক থেকে ধরে দ্রুততম শতক সবকিছুর মালিক এখন নেপালি ক্রিকেটাররা। ভারতের যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতক থেকে ধরে ডেভিড মিলারের দ্রুততম শতক এই দুই রেকর্ড ভেঙেছেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং ঐরী।

এই রেকর্ড গড়তে গিয়ে ব্যাটিংয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেছেন এক নেপালি ব্যাটার। মাত্র ৯ বলে পূরণ করেছেন তিনি ফিফটি রান। সে সঙ্গে নেপালি ব্যাটার দিপেন্দ্র সিং আইরে ভেঙ্গে দিয়েছেন ২০০৭ সালে গড়া ভারতের যুবরাজ সিংয়ের রেকর্ডটিও। ১২ বলে ফিফটি গড়ার রেকর্ড ছিলো যুবরাজের। এবার ক্রিকেটের যে কোনো ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নেপালি ব্যাটার দিপেন্দ্র।

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের প্রথম ম্যাচে মাঠে মুখোমুখি হয় নেপাল ও মঙ্গোলিয়া। যেখানে ২০ ওভারে ৩১৪ রান তুলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে নেপাল। যা আগে ছিল আফগানিস্তানের, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল রশিদ খানরা।

শুধু দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডই গড়েনি তারা। ভেঙেছে একাধিক ব্যক্তিগত রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে (২৭৩ রান) জয়ের রেকর্ডও গড়েছে নেপাল।

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল গড়েছে একাধিক রেকর্ড। তাতে সবচেয়ে বড় হিসেবে থাকছে যুবির ১৬ বছরের কীর্তি ভেঙে দেওয়া।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেটাই ছিল ক্রিকেটের এই ফরম্যাটে দ্রুততম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবি। বুধবার নেপালের দীপেন্দ্র সিং সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন আইরি।

দ্রুততম ফিফটি গড়তে দীপেন্দ্র হাঁকিয়েছেন আটটি। স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো, ৫২০! এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে কোনো ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি করেননি। একই ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন নেপালের কুশল মাল্লা। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাতেই কুশল ভেঙেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড। দুজনই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।