Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪১ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানলেন ইব্রাহিমোভিচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিজেকে আলাদা ভাবতেন বলেই এতদিন ফুটবলটা খেলে যাচ্ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সব কিছুরই যে শেষ থাকে! এসি মিলানের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ৪১ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার।

মিলানের হয়ে ইব্রার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। একটি মৌসুম চোট জর্জর থাকায় আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। ইতি টানছেন এখানেই।

অবশ্য পরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন একটা ঘোষণা যে আসবে সেটার খবর কেউ জানতো না, ‘পরিবারও জানতো না এমন কিছু ঘটতে যাচ্ছে। আমি চেয়েছি যখন ঘোষণা করবো, সবাই যেন একই সময় তা শুনতে পারে।’

মিলানের হয়ে শেষ ম্যাচে নিজের অবসরের কথা জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘প্রথমবার যখন আমি মিলানে এসেছিলাম, তখন আপনারা আমাকে আনন্দ দিয়েছিলেন। দ্বিতীয়বার আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার হৃদয় থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন আপনারা আমাকে বরণ করেছেন। আমি পুরোটাই মিলানের ভক্ত হয়ে থাকব। এখন ফুটবলকে বিদায় জানানোর সময়, আপনাদের নয়।’

কিন্তু ইনজুরির কারণে স্কোয়াডেই জায়গা হয়নি তার। গ্যালারিতে বসেই ইব্রাহিমোভিচকে দেখতে হয়েছে হেলাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলের জয়। ম্যাচ শেষে মাঠে নেমে দর্শকদের উদ্দেশ্যে ইব্রা বলে দিলেন, ‘সব ধরনের ফুটবলকে গুডবাই। ফুটবল ছেড়ে গেলেও আপনাদের ছেড়ে যাচ্ছি না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং চোখের কোন বেয়ে পানিও নেমে আসে।

সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো। মাঠ থেকে বের হওয়ার সময় এসি মিলান ফুটবলার এবং কর্মকর্তারা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে বিদায়ী গার্ড অব অনার প্রদর্শন করেন।

এরপর সংবাদ সম্মেলনে এসে ইব্রা বললেন, কেউ তার এই বড় ঘোষণা সম্পর্কে জানতো না। বিশেষ করে দল থেকে বাদ পড়ার কারণে এটা জানানোরও সুযোগ হয়নি। তিনি বলেন, ‘এমনকি আমার পরিবারের সদস্যরাও জানতো না। কারণ, আমি চেয়েছিলাম যখন আমি অবসরের কথা ঘোষণা করবো, তখন সবাই এটা একইসঙ্গে শুনতে পাবে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে ইব্রা বলেন, পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার ইব্রাহিমোভিচ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হওয়ায় আবার অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন ২০২১ সালে। সুইডেনের হয়ে ১২১ ম্যাচে তার গোল ৬২টি। ক্লাব ফুটবলে তার সর্বোচ্চ গোল পিএসজিতে। ১৮০ ম্যাচে ১৫৬ গোল করেছেন।

১৯৯৯ সালে মালমো এফএফ’র হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও ২০০১ সালে যোগ দেন আয়াক্সে। তার পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে শুরু হয় তার অভিযান। ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), ইন্টার মিলানের পর সর্বশেষ খেলেছেন মিলানে।

অবশ্য গত বছর হাঁটুর অপারেশনে এই মৌসুমে মিলানের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলতে পেরেছেন। হেলাস ভেরোনার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের পর তাকে ঘিরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। ইব্রাকে বিদায় জানাতে ম্যাচের পর ছিল নানা আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে চোখের জল আটকে রাখতে পারছিলেন না তিনি। ভক্তদের উদ্দেশ্যে শুধু বলেছেন, আমি ফুটবল থেকে বিদায় দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে তো নয়।

মিলানে দুই স্পেলে ১৬৩ ম্যাচে ৯৩ গোল আছে তার। সর্বশেষ ২০২০ সালে ফিরে গত বছর সিরি আ জেতাতেও অবদান রাখেন তিনি। ক্লাবটির হয়ে যা তার দ্বিতীয় লিগ ট্রফি।

রোববার (৪ জুন) ইব্রাকে বিদায় দিতে মিলানের সমর্থকেরা নিয়ে এসেছিলেন বড় ব্যানার, লেখা ছিল ‘গুডবাই’। সঙ্গে ছিল তার নামে জয়ধ্বনি। তিন দিন আগেও নিজেকে ‘সুপারম্যান’ দাবি করা ইব্রা সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি করে সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে : গয়েশ্বর চন্দ্র রায়

৪১ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানলেন ইব্রাহিমোভিচ

প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

নিজেকে আলাদা ভাবতেন বলেই এতদিন ফুটবলটা খেলে যাচ্ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সব কিছুরই যে শেষ থাকে! এসি মিলানের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ৪১ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার।

মিলানের হয়ে ইব্রার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। একটি মৌসুম চোট জর্জর থাকায় আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। ইতি টানছেন এখানেই।

অবশ্য পরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন একটা ঘোষণা যে আসবে সেটার খবর কেউ জানতো না, ‘পরিবারও জানতো না এমন কিছু ঘটতে যাচ্ছে। আমি চেয়েছি যখন ঘোষণা করবো, সবাই যেন একই সময় তা শুনতে পারে।’

মিলানের হয়ে শেষ ম্যাচে নিজের অবসরের কথা জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘প্রথমবার যখন আমি মিলানে এসেছিলাম, তখন আপনারা আমাকে আনন্দ দিয়েছিলেন। দ্বিতীয়বার আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার হৃদয় থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন আপনারা আমাকে বরণ করেছেন। আমি পুরোটাই মিলানের ভক্ত হয়ে থাকব। এখন ফুটবলকে বিদায় জানানোর সময়, আপনাদের নয়।’

কিন্তু ইনজুরির কারণে স্কোয়াডেই জায়গা হয়নি তার। গ্যালারিতে বসেই ইব্রাহিমোভিচকে দেখতে হয়েছে হেলাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলের জয়। ম্যাচ শেষে মাঠে নেমে দর্শকদের উদ্দেশ্যে ইব্রা বলে দিলেন, ‘সব ধরনের ফুটবলকে গুডবাই। ফুটবল ছেড়ে গেলেও আপনাদের ছেড়ে যাচ্ছি না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং চোখের কোন বেয়ে পানিও নেমে আসে।

সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো। মাঠ থেকে বের হওয়ার সময় এসি মিলান ফুটবলার এবং কর্মকর্তারা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে বিদায়ী গার্ড অব অনার প্রদর্শন করেন।

এরপর সংবাদ সম্মেলনে এসে ইব্রা বললেন, কেউ তার এই বড় ঘোষণা সম্পর্কে জানতো না। বিশেষ করে দল থেকে বাদ পড়ার কারণে এটা জানানোরও সুযোগ হয়নি। তিনি বলেন, ‘এমনকি আমার পরিবারের সদস্যরাও জানতো না। কারণ, আমি চেয়েছিলাম যখন আমি অবসরের কথা ঘোষণা করবো, তখন সবাই এটা একইসঙ্গে শুনতে পাবে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে ইব্রা বলেন, পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার ইব্রাহিমোভিচ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হওয়ায় আবার অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন ২০২১ সালে। সুইডেনের হয়ে ১২১ ম্যাচে তার গোল ৬২টি। ক্লাব ফুটবলে তার সর্বোচ্চ গোল পিএসজিতে। ১৮০ ম্যাচে ১৫৬ গোল করেছেন।

১৯৯৯ সালে মালমো এফএফ’র হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও ২০০১ সালে যোগ দেন আয়াক্সে। তার পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে শুরু হয় তার অভিযান। ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), ইন্টার মিলানের পর সর্বশেষ খেলেছেন মিলানে।

অবশ্য গত বছর হাঁটুর অপারেশনে এই মৌসুমে মিলানের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলতে পেরেছেন। হেলাস ভেরোনার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের পর তাকে ঘিরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। ইব্রাকে বিদায় জানাতে ম্যাচের পর ছিল নানা আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে চোখের জল আটকে রাখতে পারছিলেন না তিনি। ভক্তদের উদ্দেশ্যে শুধু বলেছেন, আমি ফুটবল থেকে বিদায় দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে তো নয়।

মিলানে দুই স্পেলে ১৬৩ ম্যাচে ৯৩ গোল আছে তার। সর্বশেষ ২০২০ সালে ফিরে গত বছর সিরি আ জেতাতেও অবদান রাখেন তিনি। ক্লাবটির হয়ে যা তার দ্বিতীয় লিগ ট্রফি।

রোববার (৪ জুন) ইব্রাকে বিদায় দিতে মিলানের সমর্থকেরা নিয়ে এসেছিলেন বড় ব্যানার, লেখা ছিল ‘গুডবাই’। সঙ্গে ছিল তার নামে জয়ধ্বনি। তিন দিন আগেও নিজেকে ‘সুপারম্যান’ দাবি করা ইব্রা সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি করে সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো।