বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পর্যটন নগরী কক্সবাজারে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে।
আরও পড়ুন : ভারতীয় জাহাজ আছড়ে পড়লো দেশি জরিপ জাহাজের ওপর
আর লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।