আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর দুবাই থেকে পাকিস্তানের ফ্লাইট ধরবেন। চার বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসন শেষে তিনি দেশে ফিরছেন।
গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সৌদি আরবের প্লেন ধরেন নওয়াজ। সেখানে উমরাহ করবেন। এরপর দুবাইতে তিন দিন থাকবেন তিনি। পরে একটি চার্টার্ড বিমানে করে পাকিস্তানে ফিরবেন। ২১ অক্টোবর পাকিস্তান ফিরে মিনার ই পাকিস্তান নামে সমাবেশে ভাষণ রাখবেন বর্ষীয়ান এই রাজনীতিক। সেখানে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দলের এজেন্ডা দেবেন নওয়াজ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তার দল মসলিম লীগ। ২১ অক্টোবর ব্যাপক লোক সমাগম করার পরিকল্পনা রয়েছে তাদের।
উম্মেদ-ই-পাকিস্তান নামে একটি ফ্লাইট নওয়াজকে বহন করবে। এটি প্রায় দেড়শ যাত্রী বহন করতে পারে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ফ্লাইট বুক হয়ে গেছে এবং সব ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বয়স এখন ৭৩ বছর। সম্ভবত আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তিনি নিজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্ব দেবেন।
নওয়াজ শরিফ, দলের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে আগামী ২১ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়বেন।
বিশেষ এই ফ্লাইট দুবাই থেকে লাহোরে যাওয়ার আগে ইসলামাবাদে অবতরণ করবে। নওয়াজ শরিফ মিনার-ই পাকিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেবেন।
ওমরাহ পালনের জন্য বুধবার নওয়াজ শরিফের সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি এক সপ্তাহ থাকবেন এবং গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন। তিনি দুবাইয়ে যাবেন ১৮ অক্টোবর।
প্রসঙ্গত, প্রাপ্ত বেতন ঘোষণা না করায় পাক সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে সরকারি পদে অযোগ্য বলে ঘোষণা করে।
পরে ২০১৮ সালে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ। জেলবন্দি অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৯ সালে চিকিৎসার জন্য শরিফের লন্ডনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হয়। সেখানে যাওয়ার পর আর ফেরেননি সাবেক পাক প্রধানমন্ত্রী।