Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ ফিটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুলে দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)।

সজীব হোসেন বংশাল নবাব কাটারা এলাকায় থাকতেন। বাবার নাম নবাব মিয়া। মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বাচল থেকে ঢাকা যাচ্ছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান।

তিনি আরও জানান, আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩০০ ফিটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশের সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুলে দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)।

সজীব হোসেন বংশাল নবাব কাটারা এলাকায় থাকতেন। বাবার নাম নবাব মিয়া। মৃত রোমানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

আহত দ্বীন মোহাম্মদ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, ঘটনাস্থলে মারা যান রোমান। সজীব ও দ্বীন মোহাম্মদকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় খিলক্ষেত থানার পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বাচল থেকে ঢাকা যাচ্ছিলেন। খিলক্ষেত ৩০০ ফিট মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান নামে একজন মারা যান।

তিনি আরও জানান, আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।