Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৩ দিনের ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ২১৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন চার দিনব্যাপী হলেও আগামী বছরের (২০২৫) ডিসি সম্মেলন হবে তিন দিনব্যাপী। তিন দিনের ডিসি সম্মেলন শুরু হবে ১৬ ফেরুয়ারি রবিবার, আর শেষ হবে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনের কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে অন্য ভেন্যুও বিবেচনায় রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী বছরের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন, একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিচ্ছেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, চলতি ২০২৪ সালের ৩ থেকে ৬ মার্চ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হতো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

৩ দিনের ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশের সময় : ০৯:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন চার দিনব্যাপী হলেও আগামী বছরের (২০২৫) ডিসি সম্মেলন হবে তিন দিনব্যাপী। তিন দিনের ডিসি সম্মেলন শুরু হবে ১৬ ফেরুয়ারি রবিবার, আর শেষ হবে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনের কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে অন্য ভেন্যুও বিবেচনায় রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী বছরের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন, একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দিচ্ছেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, চলতি ২০২৪ সালের ৩ থেকে ৬ মার্চ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হতো।