Dhaka শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ২১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের এগিয়ে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেদিকে যাচ্ছে না তারা। তাদের লক্ষ্য এখন বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমস। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত।

অলিম্পিকের পরবর্তী আসর বসবে ২২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিকের শহর অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এর পরের অলিম্পিক, অর্থাৎ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদী জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে ভারত। জি২০সহ একাধিক বড় ইভেন্ট আয়োজন করে তারা দেখিয়ে দিয়েছে, সব রকমের মেগা ইভেন্ট আয়োজনের ক্ষমতা রয়েছে ভারতের।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন অলিম্পিকে এবার ভারতের পদকবিজয়ীরা। তাদের সামনেই নরেন্দ্র মোদী বলেন, আজ আমাদের সঙ্গে রয়েছে অলিম্পিকে ভারতকে গর্বিত করা খেলোয়াড়রা। আমি দেশের সব ক্রীড়াবিদকে ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আর কয়েকদিনের মধ্যে প্যারালিম্পিক্সে ভারতের বড় একটা দল অংশগ্রহণ করতে যাবে, আমি তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

মোদী আরও যোগ করেন, ভারতে জি২০ সামিট আয়োজিত হয়েছে, অনেক রাজ্যই তা আয়োজন করেছে। ২০০টি ইভেন্টের আয়োজন করেছে ভারত। গোটা বিশ্বে এর আগে কখনও এত বড় আকারে জি২০ হয়নি, যেটা এবারে হয়েছে। এটা একটা বিষয় প্রমাণ করে দিয়েছে যে, ভারতের অনেক বড় বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। যে কোনও বিষয়ে আপ্যায়ন করার বিষয় ভারত সব সময় এগিয়ে রয়েছে। ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক দেশের মাটিতে হোক, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

মোদি আশাবাদী হলেও তাকিয়ে থাকতে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দিকে। অলিম্পিকের আয়োজক কোন দেশ হবে, সেটা ঠিক করবে তারাই। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)।

এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ।

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এর আগে দিল্লিতে ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় ৩৩ দেশের এশিয়ান গেমস। এছাড়া ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ভারত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেহেরপুরেরের দুই সীমান্তে ৬০ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

প্রকাশের সময় : ০৩:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের এগিয়ে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেদিকে যাচ্ছে না তারা। তাদের লক্ষ্য এখন বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমস। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত।

অলিম্পিকের পরবর্তী আসর বসবে ২২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। ২০৩২ সালের অলিম্পিকের শহর অস্ট্রেলিয়ার ব্রিসবেন। এর পরের অলিম্পিক, অর্থাৎ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদী জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে ভারত। জি২০সহ একাধিক বড় ইভেন্ট আয়োজন করে তারা দেখিয়ে দিয়েছে, সব রকমের মেগা ইভেন্ট আয়োজনের ক্ষমতা রয়েছে ভারতের।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন অলিম্পিকে এবার ভারতের পদকবিজয়ীরা। তাদের সামনেই নরেন্দ্র মোদী বলেন, আজ আমাদের সঙ্গে রয়েছে অলিম্পিকে ভারতকে গর্বিত করা খেলোয়াড়রা। আমি দেশের সব ক্রীড়াবিদকে ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আর কয়েকদিনের মধ্যে প্যারালিম্পিক্সে ভারতের বড় একটা দল অংশগ্রহণ করতে যাবে, আমি তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

মোদী আরও যোগ করেন, ভারতে জি২০ সামিট আয়োজিত হয়েছে, অনেক রাজ্যই তা আয়োজন করেছে। ২০০টি ইভেন্টের আয়োজন করেছে ভারত। গোটা বিশ্বে এর আগে কখনও এত বড় আকারে জি২০ হয়নি, যেটা এবারে হয়েছে। এটা একটা বিষয় প্রমাণ করে দিয়েছে যে, ভারতের অনেক বড় বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। যে কোনও বিষয়ে আপ্যায়ন করার বিষয় ভারত সব সময় এগিয়ে রয়েছে। ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক দেশের মাটিতে হোক, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

মোদি আশাবাদী হলেও তাকিয়ে থাকতে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দিকে। অলিম্পিকের আয়োজক কোন দেশ হবে, সেটা ঠিক করবে তারাই। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)।

এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ।

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এর আগে দিল্লিতে ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় ৩৩ দেশের এশিয়ান গেমস। এছাড়া ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ভারত।