Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গুঞ্জন ছিলো মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত সেই গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়েসী মিশরীয় ফরোয়ার্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে সালাহর সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাদের। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে নতুন চুক্তিতে আগামী ২০২৭ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই তারকা।

পুরো মৌসুম জুড়েই এই ফরোয়ার্ডের অ্যানফিল্ডে থাকার সমাপ্তি ঘটতে পারে এমন জল্পনা চলছিল, সালাহ নিজেই ডিসেম্বরে বলেছিলেন যে চুক্তি ‘অনেক দূরে’।

লিভারপুল ছেড়ে সালাহ মোটা অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যেতে পারেন বলেও খবর বেরিয়েছিলো। সেসব খবরে দাবি করা হয়েছিলো সালাহকে পেতে ২১৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে আল-ইত্তিহাদ।

আপাতত সব জল্পনার যবনিকাপাত ঘটিয়ে সালাহ শুক্রবার (১১ এপ্রিল) বিবৃতিতে বললেন, অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের এখন একটি দুর্দান্ত দল রয়েছে। এর আগেও আমাদের একটি দুর্দান্ত দল ছিল। তবে আমি চুক্তিতে স্বাক্ষর করেছি কারণ আমি মনে করি আমাদের আরও ট্রফি জেতার এবং ফুটবল উপভোগ করার সুযোগ রয়েছে।

৮ মৌসুম ধরে লিভারপুলে খেলছেন সালাহ। এই ক্লাবেই দশক কাটাতে চলা ফরোয়ার্ড মনে করেন তার জীবনের সেরা সময় কেটেছে অল রেডসদের হয়ে, এটা দুর্দান্ত, আমার সেরা বছরগুলি এখানে কেটেছে। আমি আট বছর খেলেছি, আশা করি এটি ১০ বছর হবে। এখানে জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলি কেটেছে।

সালাহ লিভারপুলের ভক্তদের প্রতিও জানিয়েছেন ভালোবাসা, ‘আমি [ভক্তদের] বলতে চাই, এখানে থাকতে পেরে খুবই, খুবই খুশি। আমি বিশ্বাস করি আমরা এক সঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি। আমাদের সমর্থন করে যান এবং আমরা আমাদের সেরাটা দেব, এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিতব।

২০১৭ সালে রোমা থেকে যোগ দেওয়ার পর থেকে সালাহ লিভারপুলের জার্সিতে খেলছেন, আর এই সময়টাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়। সালাহ বলেন, আমি এখানে আট বছর খেলেছি, আশা করি এটা দশে পরিণত হবে। আমি এখানে আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা সময়গুলো আমি এখানেই কাটিয়েছি।

সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৩৯৩ ম্যাচে সালাহ করেছেন ২৪৩ গোল এবং ১০৯টি অ্যাসিস্ট। চলতি মৌসুমটিই তাঁর লিভারপুলের সেরা সময়, যেখানে এখন পর্যন্ত তিনি ৪৫ ম্যাচে করেছেন ৩২ গোল ও ২১ অ্যাসিস্ট। রয়েছে ২৭টি প্রিমিয়ার লিগ গোল।

লিভারপুলে সালাহ এরই মধ্যে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং ক্লাব বিশ্বকাপ। সালাহ ছাড়াও আরো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে চলতি মৌসুমের শেষে চুক্তি শেষ হওয়ার কথা লিভারপুলের। তারা হলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। জোর গুণহজন আছে রিয়াল মাদ্রিদে যাবেন রাইটব্যাক আলেক্সান্ডার-আর্নল্ড। অন্যদিকে ভ্যান ডাইক জানিয়েছেন তাঁর চুক্তি নিয়েও আলোচনার অগ্রগতি হয়েছে ক্লাবের।

বর্তমানে লিভারপুল লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং তাদের আরও ৭টি ম্যাচ বাকি আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

প্রকাশের সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

গুঞ্জন ছিলো মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত সেই গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়েসী মিশরীয় ফরোয়ার্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে সালাহর সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাদের। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে নতুন চুক্তিতে আগামী ২০২৭ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন এই তারকা।

পুরো মৌসুম জুড়েই এই ফরোয়ার্ডের অ্যানফিল্ডে থাকার সমাপ্তি ঘটতে পারে এমন জল্পনা চলছিল, সালাহ নিজেই ডিসেম্বরে বলেছিলেন যে চুক্তি ‘অনেক দূরে’।

লিভারপুল ছেড়ে সালাহ মোটা অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যেতে পারেন বলেও খবর বেরিয়েছিলো। সেসব খবরে দাবি করা হয়েছিলো সালাহকে পেতে ২১৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে আল-ইত্তিহাদ।

আপাতত সব জল্পনার যবনিকাপাত ঘটিয়ে সালাহ শুক্রবার (১১ এপ্রিল) বিবৃতিতে বললেন, অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমাদের এখন একটি দুর্দান্ত দল রয়েছে। এর আগেও আমাদের একটি দুর্দান্ত দল ছিল। তবে আমি চুক্তিতে স্বাক্ষর করেছি কারণ আমি মনে করি আমাদের আরও ট্রফি জেতার এবং ফুটবল উপভোগ করার সুযোগ রয়েছে।

৮ মৌসুম ধরে লিভারপুলে খেলছেন সালাহ। এই ক্লাবেই দশক কাটাতে চলা ফরোয়ার্ড মনে করেন তার জীবনের সেরা সময় কেটেছে অল রেডসদের হয়ে, এটা দুর্দান্ত, আমার সেরা বছরগুলি এখানে কেটেছে। আমি আট বছর খেলেছি, আশা করি এটি ১০ বছর হবে। এখানে জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলি কেটেছে।

সালাহ লিভারপুলের ভক্তদের প্রতিও জানিয়েছেন ভালোবাসা, ‘আমি [ভক্তদের] বলতে চাই, এখানে থাকতে পেরে খুবই, খুবই খুশি। আমি বিশ্বাস করি আমরা এক সঙ্গে অনেক বড় ট্রফি জিততে পারি। আমাদের সমর্থন করে যান এবং আমরা আমাদের সেরাটা দেব, এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিতব।

২০১৭ সালে রোমা থেকে যোগ দেওয়ার পর থেকে সালাহ লিভারপুলের জার্সিতে খেলছেন, আর এই সময়টাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়। সালাহ বলেন, আমি এখানে আট বছর খেলেছি, আশা করি এটা দশে পরিণত হবে। আমি এখানে আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা সময়গুলো আমি এখানেই কাটিয়েছি।

সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৩৯৩ ম্যাচে সালাহ করেছেন ২৪৩ গোল এবং ১০৯টি অ্যাসিস্ট। চলতি মৌসুমটিই তাঁর লিভারপুলের সেরা সময়, যেখানে এখন পর্যন্ত তিনি ৪৫ ম্যাচে করেছেন ৩২ গোল ও ২১ অ্যাসিস্ট। রয়েছে ২৭টি প্রিমিয়ার লিগ গোল।

লিভারপুলে সালাহ এরই মধ্যে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং ক্লাব বিশ্বকাপ। সালাহ ছাড়াও আরো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে চলতি মৌসুমের শেষে চুক্তি শেষ হওয়ার কথা লিভারপুলের। তারা হলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। জোর গুণহজন আছে রিয়াল মাদ্রিদে যাবেন রাইটব্যাক আলেক্সান্ডার-আর্নল্ড। অন্যদিকে ভ্যান ডাইক জানিয়েছেন তাঁর চুক্তি নিয়েও আলোচনার অগ্রগতি হয়েছে ক্লাবের।

বর্তমানে লিভারপুল লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং তাদের আরও ৭টি ম্যাচ বাকি আছে।