স্পোর্টস ডেস্ক :
চোট কাটিয়ে চেনা চেহারাতেই মাঠে ফিরলেন লিওনেল মেসি। আলো ঝলমলে পারফরম্যান্সে পথ দেখালেন দলকে। জোড়া গোল করার পাশাপাশি অবদান রাখলেন লুইস সুয়ারেসের গোলে। শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামাল দিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারাল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জেরার্দো মার্তিনোর দল।
বাংলাদেশ সময় রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে হওয়া ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। পরে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মেসি। ম্যাচের যোগ করা সময়ে সুয়ারেসের গোলে অবদান রাখেন তিনি। ১৪ গোলের পাশাপাশি আর্জেন্টাইন মহাতারকা অ্যাসিস্টও হলো ১৪টি।
রোববার টানা পঞ্চম জয় পেয়েছে মিয়ামি। আর সর্বশেষ ১০ ম্যাচে ৯টিতেই জিতেছে ক্লাবটি। যদিও এর মধ্যে ৯ ম্যাচই মেসিকে ছাড়া খেলেছে মিয়ামি। বড় জয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষ স্থান আরও মজুবত করেছে মেসিদের দল। ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট এখন ৬২। এমএলএসে এই প্রথম কোনো দলের পয়েন্ট ৬০ ছাড়ালো।
গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান আর্জেন্টিনা অধিনায়ক। ২ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা মহাতারকা ছিলেন না মায়ামির সবশেষ ৯ ম্যাচে। তাকে ছাড়াই সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে এগিয়ে আছে দল।
মেসি ও ক্যালেন্ডারের নৈপুেণ্য পেরে না উঠলেও মাঠে দাপুটে ফুটবলই খেলে ফিলাডেলফিয়া। গোলের জন্য ২০টি শট নেয় তারা, লক্ষ্যে রাখতে পারে আটটি। এর বিপরীতে মায়ামির নয় শটের চারটি ছিল লক্ষ্যে।
নিজেদের ঘরের মাঠে মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল মিয়ামি। ঘরের মাঠে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি মিয়ামির। মেসির ফেরার ম্যাচে দলটি পিছিয়ে পড়ে ম্যাচের ২ মিনিটের মাথায়ই। মিকায়েল উরের গোলে লিড পায় ফিলাডেলফিয়া।
এদিকে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। আর এ দিন দলকে সমতায় তো ফিরিয়েছনই, লিডও এনে দিয়েছেন মেসিই। চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনেন মেসি।
মেসির পায়ের জাদুতে মিয়ামি প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৬ মিনিটে। ম্যাচের ২৬ মিনিটে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের গোলে জাল খুঁজে নেন মেসি। এর চার মিনিট পরই দলকে লিড এনে দেন আর্জেন্টাইন জাদুকর। এবারও মেসির গোলে সহায়তা করেছেন তাঁর আরেক বার্সা সতীর্থ জর্ডি আলবা।
প্রথমার্ধে এগিয়ে যাওয়া মিয়ামি দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সেসব কাজে লাগাতে পারেনি। ফিলাডেলফিয়াও আর গোলের দেখা পায়নি। এদিকে ম্যাচের যোগ করা সময়ের ৮ মিনিটে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।