Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৯ মে মুক্তি পাচ্ছে ‘মা’

মা সিনেমার নায়িকা পরীমনিকে গেঞ্জি উপহার দিচ্ছেন প্রযোজক পুলক কান্তি বড়ুয়া

“মা” ছবির প্রমো অনুষ্ঠান ও প্রচারের প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। ছবিটি মুক্তি পাবে একযোগে বাংলাদেশসহ সারাপৃথিবীতে আগামী ১৯মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মা” সিনেমার কয়েকজন অভিনয় শিল্পীসহ বেশ কয়েকজন।
বাস্তব কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। প্রযোজনো করেছেন পুলক কান্তি বড়ুয়া।

মা সিনেমার প্রমো দেখে সোনিয়া হক লিখেছেন, আড্ডা ও প্রমো দর্শণ সব মিলিয়ে সুন্দর একটা সময় পার করলাম। আমার অবজারভেশন, অসম্ভব সুন্দর চিত্রগ্রহণ, শক্তিশালী ডায়ালগ, যার যার চরিত্রে নিখুঁত অভিনয়, চিত্রনাট্য তো বটেই। একটা শব্দ করেনি কেউ, পুরো সময়টা জুড়ে। তবে বাংলার নতুন শব্দ, নাকাধুম – পাকাধুম যোগ হয়েছে এবং উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে।

“মা” সিনেমাটা কেবল অরণ্য পুলকের নয়, কেবলমাত্র সারাপৃথিবী গ্রুপের নয়। “মা ” সিনেমা হলো এসএসসি’ সাতাশি ব্যাচের।

সোনিয়া বন্ধুদের উদ্দেশ্যে লিখেছেন, সিনেমাটাকে সফল করতে যার পক্ষে যতটুকু আছে ততটুকু চেষ্টা করবি এ আমার অনুরোধ। সাতাশি ফেসবুক গ্রুপ থেকে পরিচিত হয়ে দুই বন্ধু মিলিত হয়ে এতবড় একটা কাজ করে ফেললো। সেই সাথে কাজ করার সুযোগ এলো আরো কিছু সাতাশিয়ান বন্ধুদের। এই কাজের স্বীকৃতি দেবার দায়িত্ব এখন আমাদের।
“মা” সাতাশি গ্রুপের অনেক বড় কাজ অনেক বড় অর্জন। আয় সকলে মিলে “মা” সিনেমাকে সফল করে তুলি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

১৯ মে মুক্তি পাচ্ছে ‘মা’

প্রকাশের সময় : ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

“মা” ছবির প্রমো অনুষ্ঠান ও প্রচারের প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। ছবিটি মুক্তি পাবে একযোগে বাংলাদেশসহ সারাপৃথিবীতে আগামী ১৯মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মা” সিনেমার কয়েকজন অভিনয় শিল্পীসহ বেশ কয়েকজন।
বাস্তব কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। প্রযোজনো করেছেন পুলক কান্তি বড়ুয়া।

মা সিনেমার প্রমো দেখে সোনিয়া হক লিখেছেন, আড্ডা ও প্রমো দর্শণ সব মিলিয়ে সুন্দর একটা সময় পার করলাম। আমার অবজারভেশন, অসম্ভব সুন্দর চিত্রগ্রহণ, শক্তিশালী ডায়ালগ, যার যার চরিত্রে নিখুঁত অভিনয়, চিত্রনাট্য তো বটেই। একটা শব্দ করেনি কেউ, পুরো সময়টা জুড়ে। তবে বাংলার নতুন শব্দ, নাকাধুম – পাকাধুম যোগ হয়েছে এবং উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে।

“মা” সিনেমাটা কেবল অরণ্য পুলকের নয়, কেবলমাত্র সারাপৃথিবী গ্রুপের নয়। “মা ” সিনেমা হলো এসএসসি’ সাতাশি ব্যাচের।

সোনিয়া বন্ধুদের উদ্দেশ্যে লিখেছেন, সিনেমাটাকে সফল করতে যার পক্ষে যতটুকু আছে ততটুকু চেষ্টা করবি এ আমার অনুরোধ। সাতাশি ফেসবুক গ্রুপ থেকে পরিচিত হয়ে দুই বন্ধু মিলিত হয়ে এতবড় একটা কাজ করে ফেললো। সেই সাথে কাজ করার সুযোগ এলো আরো কিছু সাতাশিয়ান বন্ধুদের। এই কাজের স্বীকৃতি দেবার দায়িত্ব এখন আমাদের।
“মা” সাতাশি গ্রুপের অনেক বড় কাজ অনেক বড় অর্জন। আয় সকলে মিলে “মা” সিনেমাকে সফল করে তুলি।