Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ছাড়তে হয়েছে সৌদি ক্লাব আল হিলালও। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে আছেন তিনি। গুঞ্জন উঠেছিলো জাতীয় দলে ডাক পেতে পারেন। সেটিই সত্য হলো। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রেখেছেন দরিভাল জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে আছে। টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।

গতকাল ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে প্রায় ১৭ মাস পর ফিরেছেন নেইমার। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে দেখা যায় তাকে। ওই ম্যাচে হাঁটুতে চোট পান এই ফরোয়ার্ড। পরে ছিটকে যান এক বছরের জন্য।

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

৩৩ বছর বয়সী নেইমার চলতি শীতকালীন দলবদল মৌসুমে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন, ইনজুরির পর ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে। এর আগে, সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেললেও ইনজুরির কারণে ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন।

রোববার ব্রাগান্টিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করার পর নেইমার বলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। এটি ছিল সান্তোসের হয়ে তার শেষ চার ম্যাচে তৃতীয় গোল।

দল ঘোষণার পর স্টোরি দিয়েছেন নেইমার, সেখানে দেখা যায়, সোফায় বসে টিভির পর্দায় চোখ রেখেছেন নেইমার। আর টিভিতে দেখা যায় ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করছেন। এ ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’

ব্রাজিল কোচও নেইমারের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ডরিভাল জুনিয়র বলেন, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার কিছু নেই। সে ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছে, আমরা সেটি জানি। তবে আমরা বিশ্বাস করি, তার দক্ষতা ও গুণাবলী তাকে মাঠের যেকোনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। দলের অন্যান্য খেলোয়াড়রাও তার গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছে। আমরা অপেক্ষা করছিলাম তার ফেরার জন্য, এবার সুযোগ এসেছে। আশা করি, সে খুব খুশি থাকবে এবং আমরা তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিতে পারব। তবে খুব বেশি প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না, তার ওপর সব দায়িত্ব চাপানো উচিত হবে না।’

উল্লেখ্য, দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা ও তিনটি বিশ্বকাপে খেলা নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা কথা জানিয়েছেন আগেই। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার : আলিসন বেকার (লিভারপুল), বেন্তো ম্যাথিউস (আল-নাসর), এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার : ভেন্ডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গুইলার্মে অ্যারেনা (আতলেটিকো মিনেইরো)।

মিডফিল্ডার : আন্দ্রে (উল্ভস), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংটন (নিউক্যাসল)

ফরোয়ার্ড : নেইমার (সান্তোস), এস্তাভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার

প্রকাশের সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ছাড়তে হয়েছে সৌদি ক্লাব আল হিলালও। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে আছেন তিনি। গুঞ্জন উঠেছিলো জাতীয় দলে ডাক পেতে পারেন। সেটিই সত্য হলো। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রেখেছেন দরিভাল জুনিয়র।

বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে আছে। টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।

গতকাল ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে প্রায় ১৭ মাস পর ফিরেছেন নেইমার। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে দেখা যায় তাকে। ওই ম্যাচে হাঁটুতে চোট পান এই ফরোয়ার্ড। পরে ছিটকে যান এক বছরের জন্য।

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

৩৩ বছর বয়সী নেইমার চলতি শীতকালীন দলবদল মৌসুমে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন, ইনজুরির পর ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে। এর আগে, সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেললেও ইনজুরির কারণে ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন।

রোববার ব্রাগান্টিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করার পর নেইমার বলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। এটি ছিল সান্তোসের হয়ে তার শেষ চার ম্যাচে তৃতীয় গোল।

দল ঘোষণার পর স্টোরি দিয়েছেন নেইমার, সেখানে দেখা যায়, সোফায় বসে টিভির পর্দায় চোখ রেখেছেন নেইমার। আর টিভিতে দেখা যায় ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করছেন। এ ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’

ব্রাজিল কোচও নেইমারের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ডরিভাল জুনিয়র বলেন, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার কিছু নেই। সে ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছে, আমরা সেটি জানি। তবে আমরা বিশ্বাস করি, তার দক্ষতা ও গুণাবলী তাকে মাঠের যেকোনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। দলের অন্যান্য খেলোয়াড়রাও তার গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছে। আমরা অপেক্ষা করছিলাম তার ফেরার জন্য, এবার সুযোগ এসেছে। আশা করি, সে খুব খুশি থাকবে এবং আমরা তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিতে পারব। তবে খুব বেশি প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না, তার ওপর সব দায়িত্ব চাপানো উচিত হবে না।’

উল্লেখ্য, দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা ও তিনটি বিশ্বকাপে খেলা নেইমার ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা কথা জানিয়েছেন আগেই। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার : আলিসন বেকার (লিভারপুল), বেন্তো ম্যাথিউস (আল-নাসর), এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার : ভেন্ডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গুইলার্মে অ্যারেনা (আতলেটিকো মিনেইরো)।

মিডফিল্ডার : আন্দ্রে (উল্ভস), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংটন (নিউক্যাসল)

ফরোয়ার্ড : নেইমার (সান্তোস), এস্তাভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।