Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৭৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্ব ফুটবলে লামিনে ইয়ামালের আবির্ভাবই যেন হয়েছে একের পর এক রেকর্ড গড়তে। স্পেনের তরুণ এই ফুটবলার ইতোমধ্যেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অনেক রেকর্ড গড়েছেন। এবার সে তালিকায় যোগ হলো আরও এক রেকর্ড। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল। ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।

গোল্ডেন বয় পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট। ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা ভোত দিয়ে এ পুরস্কারজয়ী নির্বাচন করেন। এ পুরস্কার মূলত পেয়ে থাকেন ২১ বছরের কমবয়সী ফুটবলাররা। তবে এবারই প্রথম ১৭ বছর চার মাস বয়সের কোনো ফুটবলার এ পুরস্কার পেলেন।

এ পুরস্কার পাওয়ার দৌড়ে ইয়ামালের সঙ্গে আরও ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা। আগের মৌসুমে এই পুরস্কারটি জিতেছিলেন রিয়ালের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গোল্ডেন বয় পুরস্কার পাওয়ার দৌড়ে জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। ইয়ামাল ৪৮৮ ভোত পেয়ে এ পুরস্কার জিতেছেন। যেসব সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

চলতি বছরই ইউরো জিতেছেন ইয়ামাল। ইউরোতে স্পেনের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ইউরোর ফাইনালে খেলেন তিনি, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলও করেন বার্সেলোনার হয়ে খেলা এই তরুণ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

প্রকাশের সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বিশ্ব ফুটবলে লামিনে ইয়ামালের আবির্ভাবই যেন হয়েছে একের পর এক রেকর্ড গড়তে। স্পেনের তরুণ এই ফুটবলার ইতোমধ্যেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অনেক রেকর্ড গড়েছেন। এবার সে তালিকায় যোগ হলো আরও এক রেকর্ড। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল। ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।

গোল্ডেন বয় পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট। ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা ভোত দিয়ে এ পুরস্কারজয়ী নির্বাচন করেন। এ পুরস্কার মূলত পেয়ে থাকেন ২১ বছরের কমবয়সী ফুটবলাররা। তবে এবারই প্রথম ১৭ বছর চার মাস বয়সের কোনো ফুটবলার এ পুরস্কার পেলেন।

এ পুরস্কার পাওয়ার দৌড়ে ইয়ামালের সঙ্গে আরও ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা। আগের মৌসুমে এই পুরস্কারটি জিতেছিলেন রিয়ালের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গোল্ডেন বয় পুরস্কার পাওয়ার দৌড়ে জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। ইয়ামাল ৪৮৮ ভোত পেয়ে এ পুরস্কার জিতেছেন। যেসব সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

চলতি বছরই ইউরো জিতেছেন ইয়ামাল। ইউরোতে স্পেনের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ইউরোর ফাইনালে খেলেন তিনি, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলও করেন বার্সেলোনার হয়ে খেলা এই তরুণ।