বিনোদন ডেস্ক :
পর্দার তারকাদের মাঝে এমনটা হরহামেশাই দেখা যায় যে, ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা, বিয়ে-বিচ্ছেদ এবং স্বামী-সন্তানের বিষয়গুলো গোপন রাখা হয়। কেন গোপন রাখেন তা না জানালেও বরং গোপন রাখতেই পছন্দ করেন তারা। তবে এসব বিষয় কয়েক বছর পরই প্রকাশ্যে আসে। যা ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও দেখা গেছে অতীতে।
ঢাকাই সিনেমায় চলতি সময়ের নায়িকা নিঝুম রুবিনা। গুঞ্জন ছিল তার সন্তান ও স্বামী আছে। তবে বিষয়টি নিয়ে তিনি সঠিক কোনো তথ্য দেননি আগে। বরাবরই ব্যক্তিগত বিষয় এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে মেয়ের দ্বিতীয় জন্মদিনে সব গুঞ্জনের ইতি টানলেন এই চিত্রতারকা।
দুই-এক বছর কিংবা চার-পাঁচ বছর নয়। ঠিক ১৫ বছর পর গোপনে বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন। সেই সংসারে কন্যাসন্তানও রয়েছে। আর এমনটা করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।
শনিবার (১৪ অক্টোবর) মেয়ে ম্যারিনা মেরিশ আনাহিতার দুই বছর পূর্ণ হয়েছে অভিনেত্রী রুবিনার। মেয়ের বিশেষ দিনটি বেশ জাঁকজমকভাবেই আয়োজন করেন তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির তারকারাও। সেখানেই মেয়ে ও স্বামীকে পরিচয় করিয়ে দেন রুবিনা।
এ বিষয়ে তিনি বলেন, আমার স্বামীর নাম রাহুল রওশন। তিনি পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা। এসএসসি পাশ করার পরেই আজ থেকে ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়। প্রফেশনাল ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন আলাদা। সবসময় বলে এসেছি আমি আমার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অবশ্যই সাংবাদিক ভাইয়েদের ডেকে জানাব। আজ মেয়ের জন্মদিন, আমাদেরও আনন্দের দিন। তাই এমন আনন্দঘন পরিবেশেই সুখবরটি জানাচ্ছি।
এ নায়িকা বলেন, আমিই মনে হয় দেশের শোবিজ তারকাদের মধ্যে বিয়ের খবর সর্বোচ্চ আড়াল করতে পেরেছি। চাইলেই হয়তো আরও দীর্ঘ সময় আড়ালে রাখতে পারতাম। এ জন্য বলতেই হয়, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং তার সাপোর্ট ছিল সবসময়। বিয়ের পর আমাকে ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়ালেখা থেকে সবই শিখিয়েছেন।
যোগ করে তিনি বলেন, আজ স্বামী ও সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার স্বামী ও কলিজার টুকরো মেয়ের জন্য দোয়া করবেন। একইসঙ্গে আমাদের এই সংসার যেন সুখে ভরে উঠে।
প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রুবিনার। তারপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’সহ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে।
বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’। এছাড়া সবশেষ গেল সেপ্টেম্বরে ‘লিপিস্টিক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, জায়েদ খান, আদর আজাদ প্রমুখ।