স্পোর্টস ডেস্ক :
নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যে ক্যারিয়ারের ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন ম্যানচেস্টার ইউনাইটেডর গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এর আগের মাসেই তার সঙ্গে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের মেয়াদ শেষ হয়। তখন থেকেই গুঞ্জন চলছিল তার ক্লাব ছাড়ার ব্যাপারে। তবে এরপরও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ডি গিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার এলেক্স ফার্গুসনের হাত ধরে ক্লাবে এসেছিলেন ডেভিড ডি হিয়া। এরপর নিজের দক্ষতা এবং সামর্থে দলটির প্রধান গোলরক্ষক হয়ে ওঠেন, দায়িত্ব সামলান সফলতার সঙ্গে। তবে রেড ডেভিলদের সঙ্গে তাঁর সম্পর্কের বিদায় ঘন্টা বেজে গেছে। এক যুগের সম্পর্ক ছিন্ন করে এখন তিনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান।
সাম্প্রতিক সময়ে রেড ডেভিলদের গোলপোস্টের নিচে পারফরম্যান্সে কিছুটা টান পড়েছিল এই স্প্যানিশ গোলরক্ষকের। গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে অদ্ভুত কিছু ভুল করে বসেন তিনি। এ নিয়ে সমালোচনাও সইতে হয়েছে তাকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তি করার ব্যাপারে ইউনাইটেড রাজি থাকলেও আগের চেয়ে কম বেতন দিতে চেয়েছিলেন তারা।
স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে আসেন ডি হিয়া। এক যুগে রেড ডেভিলদের হয়ে খেলেছেন ৫৪৫ ম্যাচ। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ১৯০ ম্যাচে ক্লিনশিট রাখার রেকর্ডিও আছে তার। ইংলিশ লিগে দুইবার জিতেছেন গোল্ডেন গ্লাভস। ক্লাবের হয়ে একটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, দুটি লিগ কাপ, তিনটি কমিউনিটি শিল্ড শিরোপাও জিতেছেন তিনি।
শনিবার (৮ জুলাই) ইউনাইটেড ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেন তিনি। বিদায়ের জানিয়ে তিনি বলেন, গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।
ইউরোপ ছেড়ে ডি হিয়ার পরবর্তী গন্তব্য এখন সৌদি প্রো লিগ বলে জানা গেছে। এদিকে গোলপোস্টের নিচে ডি হিয়ার বদলে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আন্দ্রে ওনানাকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন ডি গিয়া। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ইউনাইটেডের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়দের একজন। তবে ২০২০ সালের পর তাকে আর স্পেন জাতীয় দলের জার্সি গায়ে তুলতে দেখা যায়নি।