করোনার কারণে দীর্ঘদিন বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১ সালের এইচসএসি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। তবে চলতি বছরের মধ্যেই সীমিত পরিসরে এইচসএসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্যএইচসএসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
শনিবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।
এ বছর বিজ্ঞান বিভাগে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৬০ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০ টাকা।