নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি চলছে। শনিবার (২৪ মে) বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।
রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদযাত্রার ৩ জুনের টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা অত্যন্ত সীমিত থাকায় নেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
এ বিষয়ে কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে ধারণা করছি।
রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটি রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।
এ ছাড়া, এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।
ঈদের আগের ৭ দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ধাপে ধাপে। আগামীকাল (২৫ মে) বিক্রি হবে ৪ জুনের টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে ৯ জুনের অগ্রিম টিকিট।