স্পোর্টস ডেস্ক :
নেইমার আর চোট যেন সমার্থক হয়ে গেছে। হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘদিন পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই আবার তিনি পেয়েছেন চোট। এবার হ্যামস্ট্রিংয়ের চোটেও তাকে কমপক্ষে এক মাস বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল।
হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে মাঠে নামার মধ্যে দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা। তবে পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। তখনই আশঙ্কা করা হয়েছিল বড় কিছুর।
বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, স্ক্যানে ৩২ বছর বয়সী তারকার হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। এই চিড় এতোটাই গুরুতর যে তাকে আবারও অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে। সর্বোচ্চ ছয় সপ্তাহ থাকতে হতে পারে।
গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। পরে অস্ত্রোপচার করাতে হয় তার। এরপর দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে।
২১ অক্টোবর এক বছর পর মাঠে ফেরেন নেইমার। বদলি হিসেবে নেবে প্রথম ফেরার দিনে খেলেন স্বাভাবিক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচেও তাকে নামানো হয় বদলি হিসেবে। বিরতির পর বদলি নেমে ৩০ মিনিট মাঠে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যান।
২০২৩ সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র ৭ ম্যাচ খেলেছেন নেইমার। বারবার চোটে পড়ার কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে দারুণ বিপদে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। বসিয়ে রেখে নেইমারকে বাৎসরিক ৯ কোটি ডলার বেতন দিতে হচ্ছে আল হিলালের।
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। আগামী জানুয়ারিতে নতুন নিবন্ধন উইন্ডো খুলবে। সৌদি আরবের গণমাধ্যমের খবরে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন করে চুক্তি করবে না আল হিলাল। সেটি হয়ে থাকলে, দ্রুতই সৌদি থেকে বিদায় নিতে হবে নেইমারকে।