মিশিগানে জয় নিয়ে হোয়াইট হাউজের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিক প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ২১৪টি ইলেকটোরাল কলেজেই আটকে রয়েছেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাইডেন জয়ী হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত।
যে ছয়টি রাজ্যে এখনো ভোটগণনা বাকি আছে, তার মধ্যে নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। এই রাজ্যটিতে জিতলেই ঠিক ঠিক ২৭০টি ইলেকটোরাল কলেজ জিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করবেন তিনি।
আরও পড়ুন : ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ভর করছে ৬ রাজ্যের ওপর
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনায় সময় যত গড়াচ্ছে, উত্তেজনার পারদ যেন ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্য বলছে, জো বাইডেন মিশিগানের জয়ের পর তার ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে।
এখনো তিনি নেভাদায় এগিয়ে রয়েছেন, যে রাজ্যে রয়েছে ছয়টি ইলেকটোরাল কলেজ। অর্থাৎ নেভাদাতে জিতলেই ২৭০টি ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন।